শনিবার, 28 ফেব্রুয়ারী, 2015
শুক্রবার, 27 ফেব্রুয়ারী, 2015
যীশু তাহাকে কহিলেন, চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল। তখনই সে দেখিতে পাইল, এবং পথ দিয়া তাঁহার পশ্চাৎ পশ্চাৎ চলিতে লাগিল।বৃহষ্পতিবার, 26 ফেব্রুয়ারী, 2015
কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে, তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি।বুধবার, 25 ফেব্রুয়ারী, 2015
আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে,সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে।
মঙ্গলবার, 24 ফেব্রুয়ারী, 2015
সোমবার, 23 ফেব্রুয়ারী, 2015
আর সেই দিন তোমরা বলিবে,সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক,
জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জ্ঞাত কর,
তাঁহার নাম উন্নত, এই বলিয়া কীর্তন কর।
রবিবার, 22 ফেব্রুয়ারী, 2015
আর যদি ভাববাণী প্রাপ্ত হই, ও সমস্ত নিগূঢ়তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি।শনিবার, 21 ফেব্রুয়ারী, 2015
আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনও হইবে না।শুক্রবার, 20 ফেব্রুয়ারী, 2015
বৃহষ্পতিবার, 19 ফেব্রুয়ারী, 2015
অতএব, প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।বুধবার, 18 ফেব্রুয়ারী, 2015
কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, ‘‘মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে।”মঙ্গলবার, 17 ফেব্রুয়ারী, 2015
সোমবার, 16 ফেব্রুয়ারী, 2015
অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন।শনিবার, 14 ফেব্রুয়ারী, 2015
প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য।শুক্রবার, 13 ফেব্রুয়ারী, 2015
বৃহষ্পতিবার, 12 ফেব্রুয়ারী, 2015
দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে,ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে!
বুধবার, 11 ফেব্রুয়ারী, 2015
কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই।মঙ্গলবার, 10 ফেব্রুয়ারী, 2015
সোমবার, 9 ফেব্রুয়ারী, 2015
যীশু তাহাদিগকে বলিলেন, আমিই সেই জীবন-খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে, সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে, সে তৃষ্ণার্ত হইবে না, কখনও না।রবিবার, 8 ফেব্রুয়ারী, 2015
মনুষ্যের অহঙ্কার তাহাকে নিচে নামাইবে,কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে।
শনিবার, 7 ফেব্রুয়ারী, 2015
কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না; কেননা স্বর্গ-রাজ্য এই মত লোকদেরই।শুক্রবার, 6 ফেব্রুয়ারী, 2015
তোমরা ঈশ্বরের উদ্দেশে গীত গাও,তাঁহার নামের কীর্তন কর;
যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাঁহার জন্য রাজপথ বাঁধ;
তাঁহার নাম ‘যাঃ’, তাঁহার সাক্ষাতে উল্লাস কর।
ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা।
বৃহষ্পতিবার, 5 ফেব্রুয়ারী, 2015
বুধবার, 4 ফেব্রুয়ারী, 2015
তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও, যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিবেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।মঙ্গলবার, 3 ফেব্রুয়ারী, 2015
তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণচিত্ত হও, পরস্পর ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন।রবিবার, 1 ফেব্রুয়ারী, 2015
আজকের জন্য বাইবেল পদ
ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে, তোমরা প্রচুর ফলে ফলবান হও; আর তোমরা আমার শিষ্য হইবে।র্যানড্ম বাইবেল পদ
উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত,সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।পরবর্তী পদ !ছবি সহ