বুধবার, 31 জুলাই, 2019
মঙ্গলবার, 30 জুলাই, 2019
সোমবার, 29 জুলাই, 2019
রবিবার, 28 জুলাই, 2019
সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন;সদাপ্রভু অবনতদিগকে উত্থাপন করেন;
সদাপ্রভু ধার্মিকদিগকে প্রেম করেন।
শনিবার, 27 জুলাই, 2019
কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন।বৃহষ্পতিবার, 25 জুলাই, 2019
আইস, আমরা প্রণিপাত করি, প্রণত হই,আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানু পাতি।
বুধবার, 24 জুলাই, 2019
মঙ্গলবার, 23 জুলাই, 2019
সোমবার, 22 জুলাই, 2019
রবিবার, 21 জুলাই, 2019
শনিবার, 20 জুলাই, 2019
শুক্রবার, 19 জুলাই, 2019
কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান,এবং যাহারা তোমাকে ডাকে,
তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান।
বৃহষ্পতিবার, 18 জুলাই, 2019
বুধবার, 17 জুলাই, 2019
মঙ্গলবার, 16 জুলাই, 2019
দুষ্টতার ধন কিছুই উপকারী নয়,কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে।
সোমবার, 15 জুলাই, 2019
তিনি কহিলেন, সত্য, কিন্তু বরং ধন্য তাহারাই, যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে।রবিবার, 14 জুলাই, 2019
অতএব, হে আমার প্রিয় ভ্রাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়, কেননা তোমরা জান যে, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়।শনিবার, 13 জুলাই, 2019
শুক্রবার, 12 জুলাই, 2019
অতএব জাগিয়া থাক, কেননা তোমাদের প্রভু কোন্ দিন আসিবেন, তাহা তোমরা জান না।বৃহষ্পতিবার, 11 জুলাই, 2019
কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়; কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন, এবং যাহারা তাঁহার অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কারদাতা।মঙ্গলবার, 9 জুলাই, 2019
সোমবার, 8 জুলাই, 2019
আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস কর, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী।শনিবার, 6 জুলাই, 2019
শুক্রবার, 5 জুলাই, 2019
বৃহষ্পতিবার, 4 জুলাই, 2019
মানুষের সকল পথই নিজের দৃষ্টিতে সরল,কিন্তু সদাপ্রভু হৃদয় সকল তৌল করেন।
বুধবার, 3 জুলাই, 2019
তাহা শুনিয়া যীশু তাঁহাকে উত্তর করিলেন, ভয় করিও না, কেবল বিশ্বাস কর, তাহাতে সে সুস্থ হইবে।মঙ্গলবার, 2 জুলাই, 2019
সোমবার, 1 জুলাই, 2019
সদাপ্রভুর নিকটে নীরব হও, তাঁহার অপেক্ষায় থাক;যে আপন পথে কৃতকার্য হয়,
তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসঙ্কল্প করে,
তাহার বিষয়ে রুষ্ট হইও না।