DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (জুন 2019)

রবিবার, 30 জুন, 2019

ইব্রীয় ৪:১৬অতএব আইস, আমরা সাহসপূর্বক অনুগ্রহ-সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি, এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই।

শনিবার, 29 জুন, 2019

কলসীয় ৩:১৪আর এই সকলের উপরে প্রেম পরিধান কর; তাহাই সিদ্ধির যোগবন্ধন।

শুক্রবার, 28 জুন, 2019

কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম;
আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে।
এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব,
আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।

বৃহষ্পতিবার, 27 জুন, 2019

যে জয় করে, সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে; এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন-পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাঁহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব।

বুধবার, 26 জুন, 2019

১ পিতর ২:২নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা কর, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও।

মঙ্গলবার, 25 জুন, 2019

হিতোপ ১৬:১৬সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞা লাভ কেমন উত্তম;
রৌপ্য অপেক্ষা বিবেচনালাভ বরণীয়।

সোমবার, 24 জুন, 2019

প্রকাশিত বাক্য ৩:১৯আমি যত লোককে ভালবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও, ও মন ফিরাও।

রবিবার, 23 জুন, 2019

তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও।

শনিবার, 22 জুন, 2019

গীত ৯৪:১৯আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে
তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে।

শুক্রবার, 21 জুন, 2019

তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হউক; তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান কর; কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে।

বৃহষ্পতিবার, 20 জুন, 2019

ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও; সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।

বুধবার, 19 জুন, 2019

হিতোপ ১১:৩সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে;
কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে।

মঙ্গলবার, 18 জুন, 2019

যাকোব ১:৩জানিও, তোমাদের বিশ্বাসের পরীক্ষাসিদ্ধতা ধৈর্য সাধন করে।

সোমবার, 17 জুন, 2019

যোহন ১:৩সকলই তাঁহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে, তাহার কিছুই তাঁহা ব্যতিরেকে হয় নাই।

রবিবার, 16 জুন, 2019

গীত ১০৩:১৩পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন,
যাহারা সদাপ্রভুকে ভয় করে,
তাহাদের প্রতি তিনি তেমনি করুণা করেন।

শনিবার, 15 জুন, 2019

আর মনে বুঝিয়া দেখ, মনুষ্য যেমন আপন পুত্রকে শাসন করে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তদ্রূপ শাসন করেন।

শুক্রবার, 14 জুন, 2019

ফিলিপীয় ৪:৫তোমাদের শান্ত ভাব মনুষ্যমাত্রের বিদিত হউক। প্রভু নিকটবর্তী।

বৃহষ্পতিবার, 13 জুন, 2019

জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে;
কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।

বুধবার, 12 জুন, 2019

কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে, পরিত্রাণের জন্য।

মঙ্গলবার, 11 জুন, 2019

প্রেরিত্‌ ৪:১২আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই; কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে।

সোমবার, 10 জুন, 2019

নম্রতার ও সদাপ্রভুর ভয়ের পুরস্কার হইল
ধন, সম্মান ও জীবন।

রবিবার, 9 জুন, 2019

প্রেরিত্‌ ২:১-২পরে পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হইলে তাঁহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাঁহারা বসিয়াছিলেন, সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল।

শনিবার, 8 জুন, 2019

কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না; কেননা স্বর্গ-রাজ্য এই মত লোকদেরই।

শুক্রবার, 7 জুন, 2019

যখন আমি বলিতাম, আমার চরণ বিচলিত হইল,
তখন, হে সদাপ্রভু, তোমার দয়া আমাকে সুস্থির রাখিত।

বৃহষ্পতিবার, 6 জুন, 2019

১ যোহন ৪:১২ঈশ্বরকে কেহ কখনও দেখে নাই; যদি আমরা পরস্পর প্রেম করি, তবে ঈশ্বর আমাদের মধ্যে থাকেন, এবং তাঁহার প্রেম আমাদের মধ্যে সিদ্ধ হয়।

বুধবার, 5 জুন, 2019

কিন্তু আপনার দয়ানুসারে, পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন।

মঙ্গলবার, 4 জুন, 2019

ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠান
সদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য।

সোমবার, 3 জুন, 2019

রোমীয় ১৩:৮তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও; কেননা পরকে যে প্রেম করে, সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছে।

রবিবার, 2 জুন, 2019

১ বংশাবলি ২৯:১১হে সদাপ্রভু, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই; কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার; হে সদাপ্রভু, রাজ্য তোমারই, এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত।

শনিবার, 1 জুন, 2019

গীত ৪৬:১ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল।
তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।

আজকের জন্য বাইবেল পদ

হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর,
তোমাদের অন্তঃকরণ সবল হউক।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচ্ঞা করুক, কিছু সন্দেহ না করুক; কেননা যে সন্দেহ করে, সে বায়ুতাড়িত বিলোড়িত সমুদ্র-তরঙ্গের তুল্য।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন