রবিবার, 30 জুন, 2019
শুক্রবার, 28 জুন, 2019
কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম;আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে।
এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব,
আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।
বৃহষ্পতিবার, 27 জুন, 2019
যে জয় করে, সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে; এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন-পুস্তক হইতে মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাঁহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব।বুধবার, 26 জুন, 2019
মঙ্গলবার, 25 জুন, 2019
সোমবার, 24 জুন, 2019
শনিবার, 22 জুন, 2019
শুক্রবার, 21 জুন, 2019
তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হউক; তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে, যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান কর; কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে।বৃহষ্পতিবার, 20 জুন, 2019
ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও; সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর।বুধবার, 19 জুন, 2019
সোমবার, 17 জুন, 2019
রবিবার, 16 জুন, 2019
শনিবার, 15 জুন, 2019
আর মনে বুঝিয়া দেখ, মনুষ্য যেমন আপন পুত্রকে শাসন করে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তদ্রূপ শাসন করেন।বৃহষ্পতিবার, 13 জুন, 2019
জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে;কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।
বুধবার, 12 জুন, 2019
কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে, পরিত্রাণের জন্য।মঙ্গলবার, 11 জুন, 2019
রবিবার, 9 জুন, 2019
শনিবার, 8 জুন, 2019
কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দেও, বারণ করিও না; কেননা স্বর্গ-রাজ্য এই মত লোকদেরই।শুক্রবার, 7 জুন, 2019
বৃহষ্পতিবার, 6 জুন, 2019
বুধবার, 5 জুন, 2019
কিন্তু আপনার দয়ানুসারে, পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন।মঙ্গলবার, 4 জুন, 2019
ধার্মিকতা ও ন্যায়ের অনুষ্ঠানসদাপ্রভুর কাছে বলিদান অপেক্ষা গ্রাহ্য।
সোমবার, 3 জুন, 2019
রবিবার, 2 জুন, 2019
শনিবার, 1 জুন, 2019
আজকের জন্য বাইবেল পদ
সে উত্তর করিয়া কহিল,‘‘তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ,
তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া
তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে,
এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”