মঙ্গলবার, 30 জুন, 2020
বাস্তবিকই ভক্তি, সন্তোষযুক্ত হইলে, মহালাভের উপায়।শনিবার, 27 জুন, 2020
শুক্রবার, 26 জুন, 2020
এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ কর, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সমপন্ন করিয়া দাঁড়াইয়া থাকিতে পার।বৃহষ্পতিবার, 25 জুন, 2020
বুধবার, 24 জুন, 2020
মঙ্গলবার, 23 জুন, 2020
সোমবার, 22 জুন, 2020
সুখের দিনে সুখী হও, এবং দুঃখের দিনে দেখ, ঈশ্বর ইহা ও উহা পাশাপাশি রাখিয়াছেন, অভিপ্রায় এই, তাহার পর কি ঘটিবে, তাহার কিছুই যেন মনুষ্য জানিতে না পারে।শনিবার, 20 জুন, 2020
এ সরুব্বাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য,‘পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা,’ ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।শুক্রবার, 19 জুন, 2020
ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক;কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে।
বৃহষ্পতিবার, 18 জুন, 2020
সোমবার, 15 জুন, 2020
তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোঁয়ালিতে বদ্ধ হইও না; কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা? অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা?রবিবার, 14 জুন, 2020
আমার পিতার বাটীতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত, তোমাদিগকে বলিতাম; কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি।শুক্রবার, 12 জুন, 2020
বৃহষ্পতিবার, 11 জুন, 2020
আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব, পক্বকেশ হওয়া পর্যন্ত আমিই তুলিয়া বহন করিব; আমিই নির্মাণ করিয়াছি, আমিই বহন করিব; হাঁ, আমিই তুলিয়া বহন করিব, রক্ষা করিব।সোমবার, 8 জুন, 2020
তখন যিহূদিয়া, গালীল ও শমরিয়ার সর্বত্র মণ্ডলী শান্তিভোগ করিতে ও গ্রথিত হইতে লাগিল, এবং প্রভুর ভয়ে ও পবিত্র আত্মার আশ্বাসে চলিতে চলিতে বহুসংখ্যক হইয়া উঠিল।রবিবার, 7 জুন, 2020
হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর;হে আমার অন্তরস্থ সকল,
তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।