DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

হিতোপ ৩

  • বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না;
    তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক।
    কারণ তদ্দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা,
    জীবনের বৎসর-বাহুল্য, এবং শান্তি প্রাপ্ত হইবে।
  • দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক;
    তুমি ইহাদের তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখ,
    তোমার হৃদয়-ফলকে লিখিয়া রাখ।
    তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে,
    ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে।
  • তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর;
    তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;
    তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর;
    তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন।
  • আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না;
    সদাপ্রভুকে ভয় কর, মন্দ হইতে দূরে যাও।
    ইহা তোমার দেহের স্বাস্থ্যস্বরূপ হইবে,
    তোমার অস্থির মজ্জাস্বরূপ হইবে।
  • তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে,
    আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে।
  • বৎস, সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না,
    তাঁহার অনুযোগে ক্লান্ত হইও না;
    কেননা সদাপ্রভু যাহাকে প্রেম করেন,
    তাহাকেই শাস্তি প্রদান করেন,
    যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন।
  • ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়,
    সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে।
  • যাহাদের মঙ্গল করা উচিত, তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিও না,
    যখন তাহা করিবার ক্ষমতা তোমার হাতে থাকে।
  • উপদ্রবকারীর প্রতি ঈর্ষা করিও না,
    আর তাহার কোন পথ মনোনীত করিও না;
    কেননা যে ব্যক্তি খল সে সদাপ্রভুর ঘৃণার পাত্র;
    কিন্তু সরলগণের সহিত তাঁহার ঘনিষ্টতা আছে।

আজকের জন্য বাইবেল পদ

পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজ করিতেন, লোকদিগকে বলিতেন, যিনি তাঁহার পরে আসিবেন, তাঁহাতে অর্থাৎ যীশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন