মঙ্গলবার, 31 ডিসেম্বর, 2013
ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।সোমবার, 30 ডিসেম্বর, 2013
ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।রবিবার, 29 ডিসেম্বর, 2013
যীশু তাঁহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে, যদি বিশ্বাস কর, তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথরখানি সরাইয়া ফেলিল।শনিবার, 28 ডিসেম্বর, 2013
হা, প্রভু সদাপ্রভু! দেখ, তুমিই আপন মহাপরাক্রম ও বিস্তারিত বাহু দ্বারা আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ; তোমার অসাধ্য কিছুই নাই।শুক্রবার, 27 ডিসেম্বর, 2013
কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন,তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়।
বৃহষ্পতিবার, 26 ডিসেম্বর, 2013
উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত,সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।
বুধবার, 25 ডিসেম্বর, 2013
দূত তাঁহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখ, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাঁহার নাম যীশু রাখিবে।মঙ্গলবার, 24 ডিসেম্বর, 2013
কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থাবিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে; আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাইবে।সোমবার, 23 ডিসেম্বর, 2013
কেননা তাঁহারা আপনাদের খড়্গ দ্বারা দেশ অধিকার করেন নাই,তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই;
কিন্তু তব দক্ষিণ হস্ত,
তব বাহু ও তব মুখের প্রসন্নতা তাহা করিয়াছিল,
কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল।
রবিবার, 22 ডিসেম্বর, 2013
কারণ ঈশ্বর-দেয় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, ‘‘কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে”।শনিবার, 21 ডিসেম্বর, 2013
যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা, ‘‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”শুক্রবার, 20 ডিসেম্বর, 2013
প্রেমে পরস্পর ক্ষমাশীল হও, শান্তির যোগবন্ধনে আত্মার ঐক্য রক্ষা করিতে যত্নবান হও।বৃহষ্পতিবার, 19 ডিসেম্বর, 2013
সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘসহিষ্ণুতা সহকারে চল।বুধবার, 18 ডিসেম্বর, 2013
মনুষ্যের মন আপন পথের বিষয় সঙ্কল্প করে;কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন।
মঙ্গলবার, 17 ডিসেম্বর, 2013
অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও।সোমবার, 16 ডিসেম্বর, 2013
আমি তোমার উদ্দেশে অঞ্জলি প্রসারণ করিতেছি; সেলাশুষ্ক ভূমির ন্যায় আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষী।
রবিবার, 15 ডিসেম্বর, 2013
তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোন কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়।শুক্রবার, 13 ডিসেম্বর, 2013
কেননা আমি মনে স্থির করিয়াছিলাম, তোমাদের মধ্যে আর কিছুই জানিব না, কেবল যীশু খ্রীষ্টকে, এবং তাঁহাকে ক্রুশে হত বলিয়াই জানিব।বৃহষ্পতিবার, 12 ডিসেম্বর, 2013
সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী,যাহারা তাঁহাকে ডাকে,
যাহারা সত্যে তাঁহাকে ডাকে।
বুধবার, 11 ডিসেম্বর, 2013
অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান; কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমরা স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি, তদনুসারে ইহা জানি।মঙ্গলবার, 10 ডিসেম্বর, 2013
যে কেহ স্বীকার করিবে যে, যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে।সোমবার, 9 ডিসেম্বর, 2013
তিনি তাহাকে কহিলেন,‘‘তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে।”
রবিবার, 8 ডিসেম্বর, 2013
যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়,কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে,
তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।
শুক্রবার, 6 ডিসেম্বর, 2013
ধন্য সেই ব্যক্তি,যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের সভায় বসে না।
বৃহষ্পতিবার, 5 ডিসেম্বর, 2013
কিন্তু লোকে যখন তোমাদিগকে সমর্পণ করিতে লইয়া যাইবে, তখন কি বলিবে, অগ্রে সেই জন্য ভাবিত হইও না; বরং সেই দণ্ডে যে কথা তোমাদিগকে দেওয়া যাইবে, তাহাই বলিও; কেননা তোমরাই যে কথা বলিবে, তাহা নয়, কিন্তু পবিত্র আত্মাই বলিবেন।বুধবার, 4 ডিসেম্বর, 2013
এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম কর; আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম কর।মঙ্গলবার, 3 ডিসেম্বর, 2013
কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে, আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি।সোমবার, 2 ডিসেম্বর, 2013
লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার,কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন,
তিনিই প্রশংসনীয়া।