শুক্রবার, 30 জুন, 2017
সদাপ্রভু আপন প্রজাদিগকে বল দিবেন;সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন।
বৃহষ্পতিবার, 29 জুন, 2017
বুধবার, 28 জুন, 2017
মঙ্গলবার, 27 জুন, 2017
সোমবার, 26 জুন, 2017
প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন- যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে- কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাঁহার বাসনা।রবিবার, 25 জুন, 2017
আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর কথায় মনোযোগ কর, তাঁহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই কর, তাঁহার আজ্ঞাতে কর্ণপাত কর, ও তাঁহার বিধি সকল পালন কর, তবে আমি মিসরীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না; কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী।বৃহষ্পতিবার, 22 জুন, 2017
সদাপ্রভুর অন্বেষণ কর, যাবৎ তাঁহাকে পাওয়া যায়,তাঁহাকে ডাক, যাবৎ তিনি নিকটে থাকেন।
বুধবার, 21 জুন, 2017
আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্মরণ কর, যেহেতু দুঃসময় আসিতেছে, এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই।মঙ্গলবার, 20 জুন, 2017
যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন।সোমবার, 19 জুন, 2017
রবিবার, 18 জুন, 2017
শনিবার, 17 জুন, 2017
তোমাদের আচার-ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, ‘‘আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।”শুক্রবার, 16 জুন, 2017
বুধবার, 14 জুন, 2017
মঙ্গলবার, 13 জুন, 2017
সোমবার, 12 জুন, 2017
তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে,ছলনা-বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখ।
রবিবার, 11 জুন, 2017
আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস কর, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী।শুক্রবার, 9 জুন, 2017
আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি;তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।
বৃহষ্পতিবার, 8 জুন, 2017
এইরূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাঁহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্র ভাবে প্রার্থনা হইতেছিল।বুধবার, 7 জুন, 2017
মঙ্গলবার, 6 জুন, 2017
তুমি আমার অন্তরাল ও আমার ঢাল;আমি তোমার বাক্যে প্রত্যাশা রাখি।
সোমবার, 5 জুন, 2017
রবিবার, 4 জুন, 2017
শনিবার, 3 জুন, 2017
কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান,এবং যাহারা তোমাকে ডাকে,
তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান।