বৃহষ্পতিবার, 31 জানুয়ারী, 2019
ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে।মঙ্গলবার, 29 জানুয়ারী, 2019
মুখ দ্বারা পাষণ্ড আপন প্রতিবাসীকে নষ্ট করে;কিন্তু জ্ঞান দ্বারা ধার্মিকগণ উদ্ধার পায়।
সোমবার, 28 জানুয়ারী, 2019
সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সঙ্কটের দিনে তিনি দুর্গ; আর যাহারা তাঁহার শরণ লয়, তিনি তাহাদিগকে জানেন।রবিবার, 27 জানুয়ারী, 2019
শুক্রবার, 25 জানুয়ারী, 2019
কিন্তু সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, তুমি উহার মুখশ্রীর বা কায়িক দীর্ঘতার প্রতি দৃষ্টিপাত করিও না; কারণ আমি উহাকে অগ্রাহ্য করিলাম। কেননা মনুষ্য যাহা দেখে, তাহা কিছু নয়; যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন।বুধবার, 23 জানুয়ারী, 2019
তুমি যখন ধনের দিকে চাহিতেছ? তাহা আর নাই;কারণ ঈগল যেমন আকাশে উড়িয়া যায়,
তেমনি ধন আপনার জন্য নিশ্চয়ই পক্ষ প্রস্তুত করে।
মঙ্গলবার, 22 জানুয়ারী, 2019
আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্গুণ, ও সদ্গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা, ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য, ও ধৈর্যে ভক্তি, ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ, ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও।সোমবার, 21 জানুয়ারী, 2019
তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও; তাহাতে তিনি তোমার অন্নজলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব।রবিবার, 20 জানুয়ারী, 2019
যাহারা তোমার ব্যবস্থা ভালবাসে, তাহাদের পরম শান্তি,তাহাদের উছোট লাগে না।
শনিবার, 19 জানুয়ারী, 2019
শুক্রবার, 18 জানুয়ারী, 2019
বৃহষ্পতিবার, 17 জানুয়ারী, 2019
যাহার অনেক বন্ধু, তাহার সর্বনাশ হয়;কিন্তু ভ্রাতা অপেক্ষাও অধিক প্রেমাসক্ত এক বন্ধু আছেন।
বুধবার, 16 জানুয়ারী, 2019
মঙ্গলবার, 15 জানুয়ারী, 2019
সোমবার, 14 জানুয়ারী, 2019
আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব,তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব।
রবিবার, 13 জানুয়ারী, 2019
শনিবার, 12 জানুয়ারী, 2019
শুক্রবার, 11 জানুয়ারী, 2019
বৃহষ্পতিবার, 10 জানুয়ারী, 2019
বুধবার, 9 জানুয়ারী, 2019
মঙ্গলবার, 8 জানুয়ারী, 2019
ধার্মিকের বিপদ অনেক,কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন।
সোমবার, 7 জানুয়ারী, 2019
প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না, গর্ব করে না, অশিষ্টাচরণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া উঠে না, অপকার গণনা করে না।রবিবার, 6 জানুয়ারী, 2019
শুক্রবার, 4 জানুয়ারী, 2019
বুধবার, 2 জানুয়ারী, 2019
কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।