সোমবার, 31 ডিসেম্বর, 2018
শুক্রবার, 28 ডিসেম্বর, 2018
বৃহষ্পতিবার, 27 ডিসেম্বর, 2018
বায়ুর গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জান না, তেমনি সর্বসাধক ঈশ্বরের কার্যও তুমি জান না।বুধবার, 26 ডিসেম্বর, 2018
মঙ্গলবার, 25 ডিসেম্বর, 2018
তখন দূত তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখ, আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি; সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে।সোমবার, 24 ডিসেম্বর, 2018
ধার্মিকের পিতা মহা-উল্লসিত হন,জ্ঞানবানের জন্মদাতা তাহাতে আনন্দ করেন।
শনিবার, 22 ডিসেম্বর, 2018
কোন বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচ্ঞা সকল ঈশ্বরকে জ্ঞাত কর। তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যীশুতে রক্ষা করিবে।বৃহষ্পতিবার, 20 ডিসেম্বর, 2018
বুধবার, 19 ডিসেম্বর, 2018
একই মুখ হইতে ধন্যবাদ ও শাপ বাহির হয়। হে আমার ভ্রাতৃগণ, এই সকল এমন হওয়া অনুচিত।মঙ্গলবার, 18 ডিসেম্বর, 2018
সোমবার, 17 ডিসেম্বর, 2018
অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা ক্রীত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর।রবিবার, 16 ডিসেম্বর, 2018
কিন্তু ঈশ্বর হইতে সাহায্যপ্রাপ্ত হইয়া আমি অদ্য পর্যন্ত দাঁড়াইয়া আছি, ক্ষুদ্র ও মহান সকলের কাছে সাক্ষ্য দিতেছি, ভাববাদিগণ এবং মোশিও যাহা ঘটিবে বলিয়া গিয়াছেন, ইহা ছাড়া আর কিছুই বলিতেছি না। আর তাহা এই, খ্রীষ্টকে দুঃখভোগ করিতে হইবে, আর তিনিই প্রথম, মৃতগণের পুনরুত্থান দ্বারা, প্রজালোক ও পরজাতীয় লোক উভয়ের কাছে দীপ্তি প্রচার করিবেন।শনিবার, 15 ডিসেম্বর, 2018
তোমার বচনে আমার পাদবিক্ষেপ স্থির রাখ,কোন অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক।
শুক্রবার, 14 ডিসেম্বর, 2018
হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জান না যে, জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে।বৃহষ্পতিবার, 13 ডিসেম্বর, 2018
বুধবার, 12 ডিসেম্বর, 2018
তোমরা আমার অনুযোগে ফির;দেখ, আমি তোমাদের উপরে আমার আত্মা সেচন করিব,
আমার কথা তোমাদিগকে জ্ঞাত করিব।
মঙ্গলবার, 11 ডিসেম্বর, 2018
ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ, তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায়, তাহাদিগকে চিনিয়া রাখ ও তাহাদের হইতে দূরে থাক।সোমবার, 10 ডিসেম্বর, 2018
শুক্রবার, 7 ডিসেম্বর, 2018
মঙ্গলবার, 4 ডিসেম্বর, 2018
সোমবার, 3 ডিসেম্বর, 2018
বৎস, তুমি আপন পিতার আজ্ঞা পালন কর,তোমার মাতার শিক্ষা ত্যাগ করিও না।