30 এপ্রিল 2019
আর যদি ভাববাণী প্রাপ্ত হই, ও সমস্ত নিগূঢ়তত্ত্বে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি।29 এপ্রিল 2019
28 এপ্রিল 2019
সেই অবধি যীশু প্রচার করিতে আরম্ভ করিলেন; বলিতে লাগিলেন, ‘মন ফিরাও, কেননা স্বর্গ-রাজ্য সন্নিকট হইল’।27 এপ্রিল 2019
26 এপ্রিল 2019
যে অধর্ম আচ্ছাদন করে, সে প্রেমের অন্বেষণ করে;কিন্তু যে পুনঃ পুনঃ এক কথা বলে, সে মিত্রভেদ জন্মায়।
25 এপ্রিল 2019
তদ্রূপ, হে স্বামিগণ, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস কর, তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমাদর কর; যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়।24 এপ্রিল 2019
23 এপ্রিল 2019
22 এপ্রিল 2019
21 এপ্রিল 2019
গালীলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন, তাহা স্মরণ কর; তিনি ত বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হইবে, ক্রুশারোপিত হইতে এবং তৃতীয় দিবসে উঠিতে হইবে।20 এপ্রিল 2019
19 এপ্রিল 2019
18 এপ্রিল 2019
17 এপ্রিল 2019
কুটিল ব্যক্তি বিবাদ খুলিয়া দেয়,পরীবাদক মিত্রভেদ জন্মায়।
16 এপ্রিল 2019
15 এপ্রিল 2019
14 এপ্রিল 2019
আহা! সদাপ্রভু, বিনয় করি, পরিত্রাণ কর;আহা! সদাপ্রভু, বিনয় করি, সৌভাগ্য দেও।
ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন;
আমরা সদাপ্রভুর গৃহ হইতে তোমাদিগকে ধন্যবাদ করি।
12 এপ্রিল 2019
10 এপ্রিল 2019
09 এপ্রিল 2019
07 এপ্রিল 2019
06 এপ্রিল 2019
05 এপ্রিল 2019
04 এপ্রিল 2019
03 এপ্রিল 2019
তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণচিত্ত হও, পরস্পর ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন।02 এপ্রিল 2019
কিন্তু আমি তোমার বল কীর্তন করিব,তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব;
কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ,
আমার সঙ্কটের দিনে আশ্রয়।