রবিবার, 31 মার্চ, 2019
প্রত্যাশায় আনন্দ কর, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাক।শনিবার, 30 মার্চ, 2019
যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন,তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে;
যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন,
রক্ষক বৃথাই জাগরণ করে।
বৃহষ্পতিবার, 28 মার্চ, 2019
ভাল মানুষ আপন হৃদয়ের ভাল ভাণ্ডার হইতে ভালই বাহির করে; এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দই বাহির করে; যেহেতু হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে।মঙ্গলবার, 26 মার্চ, 2019
শুক্রবার, 22 মার্চ, 2019
বৃহষ্পতিবার, 21 মার্চ, 2019
মঙ্গলবার, 19 মার্চ, 2019
সোমবার, 18 মার্চ, 2019
রবিবার, 17 মার্চ, 2019
শনিবার, 16 মার্চ, 2019
অথবা তোমরা কি জান না যে, অধার্মিকেরা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না? ভ্রান্ত হইও না; যাহারা ব্যভিচারী কি প্রতিমাপূজক কি পারদারিক কি স্ত্রীবৎ আচারী কি পুঙ্গামী, কি চোর কি লোভী কি মাতাল কি কটূভাষী কি পরধনগ্রাহী, তাহারা ঈশ্বরের রাজ্যে অধিকার পাইবে না।বৃহষ্পতিবার, 14 মার্চ, 2019
বুধবার, 13 মার্চ, 2019
মঙ্গলবার, 12 মার্চ, 2019
মনুষ্যের মনোব্যথা মনকে নত করে;কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে।
সোমবার, 11 মার্চ, 2019
স্বাধীনতার নিমিত্তই খ্রীষ্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন; অতএব তোমরা স্থির থাক, এবং দাসত্ব-জোঁয়ালিতে আর বদ্ধ হইও না।রবিবার, 10 মার্চ, 2019
শনিবার, 9 মার্চ, 2019
শুক্রবার, 8 মার্চ, 2019
বুধবার, 6 মার্চ, 2019
যে আপন আত্মা দমন না করে,সে এমন নগরের তুল্য, যাহা ভাঙ্গিয়া গিয়াছে, যাহার প্রাচীর নাই।
সোমবার, 4 মার্চ, 2019
রবিবার, 3 মার্চ, 2019
শনিবার, 2 মার্চ, 2019
শুক্রবার, 1 মার্চ, 2019
হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইস, আমি তোমাদিগকে বিশ্রাম দিব।আজকের জন্য বাইবেল পদ
যুবসিংহদের অনটন ও ক্ষুধায় ক্লেশ হয়,কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে,
তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।