DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (এপ্রিল 2021)

শুক্রবার, 30 এপ্রিল, 2021

যাকোব ১:৬কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচ্ঞা করুক, কিছু সন্দেহ না করুক; কেননা যে সন্দেহ করে, সে বায়ুতাড়িত বিলোড়িত সমুদ্র-তরঙ্গের তুল্য।

বৃহষ্পতিবার, 29 এপ্রিল, 2021

হিতোপ ৮:১৩সদাপ্রভুর ভয় দুষ্টতার প্রতি ঘৃণা;
অহঙ্কার, দাম্ভিকতা ও কুপথ,
এবং কুটিল মুখও আমি ঘৃণা করি।

বুধবার, 28 এপ্রিল, 2021

মার্ক ৯:৩৫তখন তিনি বসিয়া সেই বারো জনকে ডাকিয়া কহিলেন, কেহ যদি প্রথম হইতে ইচ্ছা করে, তবে সে সকলের শেষে থাকিবে ও সকলের পরিচারক হইবে।

মঙ্গলবার, 27 এপ্রিল, 2021

গণনা পুস্তক ২৩:১৯ঈশ্বর মনুষ্য নহেন যে মিথ্যা বলিবেন;
তিনি মনুষ্য-সন্তান নহেন যে অনুশোচনা করিবেন;
তিনি কহিয়া কি কার্য করিবেন না?
তিনি বলিয়া কি সিদ্ধ করিবেন না?

সোমবার, 26 এপ্রিল, 2021

গীত ৯:১আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব,
তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব।

রবিবার, 25 এপ্রিল, 2021

রোমীয় ১৬:১৭ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ, তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায়, তাহাদিগকে চিনিয়া রাখ ও তাহাদের হইতে দূরে থাক।

শনিবার, 24 এপ্রিল, 2021

ইব্রীয় ১৩:৬অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি,
‘‘প্রভু আমার সহায়, আমি ভয় করিব না;
মনুষ্য আমার কি করিবে?”

শুক্রবার, 23 এপ্রিল, 2021

গীত ১২০:২সদাপ্রভু, আমার প্রাণ মিথ্যাবাদী ওষ্ঠাধর হইতে,
প্রতারক জিহ্বা হইতে রক্ষা কর।

বৃহষ্পতিবার, 22 এপ্রিল, 2021

যোহন ১৩:৩৫তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।

বুধবার, 21 এপ্রিল, 2021

১ থিষলনীকীয় ৫:৬অতএব আইস, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই।

মঙ্গলবার, 20 এপ্রিল, 2021

উপ ১২:১৩আইস, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; ঈশ্বরকে ভয় কর, ও তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য।

সোমবার, 19 এপ্রিল, 2021

যাত্রাপুস্তক ২৩:২৫তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও; তাহাতে তিনি তোমার অন্নজলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব।

রবিবার, 18 এপ্রিল, 2021

ইফিষীয় ১:৩ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রীষ্টে আশীর্বাদ করিয়াছেন।

শনিবার, 17 এপ্রিল, 2021

গীত ১০৩:৮সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়,
ক্রোধে ধীর ও দয়াতে মহান।

শুক্রবার, 16 এপ্রিল, 2021

১ যোহন ২:১৫তোমরা জগৎকে প্রেম করিও না, জগতীস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই।

বৃহষ্পতিবার, 15 এপ্রিল, 2021

প্রেরিত্‌ ১৬:৩১তাঁহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস কর, তাহাতে পরিত্রাণ পাইবে।

বুধবার, 14 এপ্রিল, 2021

হিতোপ ১০:২০ধার্মিকের জিহ্বা উৎকৃষ্ট রৌপ্যবৎ,
দুষ্টদের অন্তঃকরণ স্বল্পমূল্য।

মঙ্গলবার, 13 এপ্রিল, 2021

ইয়োব ৩৭:২৩সর্বশক্তিমান! তিনি আমাদের বোধের অগম্য; তিনি পরাক্রমে মহান,
তিনি ন্যায়বিচার ও প্রচুর ধর্মগুণ বিপরীত করেন না।

সোমবার, 12 এপ্রিল, 2021

১ করিন্থীয় ১০:২৪কেহই স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেক জন পরের মঙ্গল চেষ্টা করুক।

রবিবার, 11 এপ্রিল, 2021

গীত ৩৪:১৯ধার্মিকের বিপদ অনেক,
কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন।

শনিবার, 10 এপ্রিল, 2021

১ থিষলনীকীয় ৫:১৬-১৮সতত আনন্দ কর; অবিরত প্রার্থনা কর; সর্ববিষয়ে ধন্যবাদ কর; কারণ খ্রীষ্ট যীশুতে ইহাই তোমাদের উদ্দেশে ঈশ্বরের ইচ্ছা।

শুক্রবার, 9 এপ্রিল, 2021

মথি ১১:২৯-৩০আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লও, এবং আমার নিকটে শিক্ষা কর, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত; তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু।

বৃহষ্পতিবার, 8 এপ্রিল, 2021

হিতোপ ২৯:২৫লোক-ভয় ফাঁদজনক;
কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে, সে উচ্চ স্থানে স্থাপিত হইবে।

বুধবার, 7 এপ্রিল, 2021

যিশাইয় ৬০:১উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত,
সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।

মঙ্গলবার, 6 এপ্রিল, 2021

২ করিন্থীয় ৪:১৭বস্তুতঃ আপাততঃ আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপমরূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে।

সোমবার, 5 এপ্রিল, 2021

গীত ১০৮:৫হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও;
সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হউক।

রবিবার, 4 এপ্রিল, 2021

মথি ২৮:৫-৬সেই দূত স্ত্রীলোক কয়জনকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে, তোমরা ক্রুশে হত যীশুর অন্বেষণ করিতেছ। তিনি এখানে নাই; কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন; আইস, প্রভু যেখানে শুইয়াছিলেন, সেই স্থান দেখ।

শনিবার, 3 এপ্রিল, 2021

ফিলিপীয় ১:২৯যেহেতু তোমাদিগকে খ্রীষ্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে, যেন কেবল তাঁহাতে বিশ্বাস কর, তাহা নয়, কিন্তু তাঁহার নিমিত্ত দুঃখভোগও কর।

শুক্রবার, 2 এপ্রিল, 2021

১ পিতর ২:২৪তিনি আমাদের ‘‘পাপভার তুলিয়া লইয়া” আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই; ‘‘তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ”।

বৃহষ্পতিবার, 1 এপ্রিল, 2021

গীত ৭৯:৯হে আমাদের ত্রাণেশ্বর, তোমার নামের গৌরবার্থে
আমাদের সাহায্য কর, তোমার নামের অনুরোধে
আমাদিগকে উদ্ধার কর, আমাদের সকল পাপ মার্জনা কর।

আজকের জন্য বাইবেল পদ

কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে?
আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে?

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

সর্ববিষয়ের পরীক্ষা কর; যাহা ভাল, তাহা ধরিয়া রাখ। সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাক।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন