DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (আগস্ট 2022)

বুধবার, 31 আগস্ট, 2022

২ করিন্থীয় ৫:১কারণ আমরা জানি, যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটী ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বরদত্ত এক গাঁথনি আমাদের আছে, সেই বাটী অহস্তনির্মিত, অনন্তকালস্থায়ী ও স্বর্গে স্থিত।

মঙ্গলবার, 30 আগস্ট, 2022

যাকোব ৩:১৬কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে।

সোমবার, 29 আগস্ট, 2022

হিতোপ ৯:১০সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ,
পবিত্রতম-বিষয়ক জ্ঞানই সুবিবেচনা।

রবিবার, 28 আগস্ট, 2022

প্রকাশিত বাক্য ২২:২১প্রভু যীশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন।

শনিবার, 27 আগস্ট, 2022

আদিপুস্তক ২:১৮আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন, মনুষ্যের একাকী থাকা ভাল নয়, আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি।

শুক্রবার, 26 আগস্ট, 2022

গীত ১৮:৩৫-৩৬তুমি আমাকে নিজ পরিত্রাণ-ঢাল দিয়াছ;
তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে,
তোমার কোমলতা আমাকে মহান করিয়াছে।
তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ,
আর আমার গুল্‌ফ বিচলিত হয় নাই।

বৃহষ্পতিবার, 25 আগস্ট, 2022

১ করিন্থীয় ১৩:৩আর যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই, এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই।

বুধবার, 24 আগস্ট, 2022

রোমীয় ১২:১৬তোমরা পরস্পরের প্রতি একমনা হও, উচ্চ উচ্চ বিষয় ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না।

মঙ্গলবার, 23 আগস্ট, 2022

হিতোপ ১০:২২সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে,
এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।

সোমবার, 22 আগস্ট, 2022

যাকোব ৪:১২একমাত্র ব্যবস্থাপক ও বিচারকর্তা আছেন, তিনিই পরিত্রাণ করিতে ও বিনষ্ট করিতে পারেন। কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার কর?

রবিবার, 21 আগস্ট, 2022

লূক ১২:৩২হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিগকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিতসংকল্প হইয়াছে।

শনিবার, 20 আগস্ট, 2022

গীত ১৬:১হে ঈশ্বর, আমাকে রক্ষা কর,
কেননা আমি তোমার শরণ লইয়াছি।

শুক্রবার, 19 আগস্ট, 2022

আদিপুস্তক ১:৩পরে ঈশ্বর কহিলেন, দীপ্তি হউক; তাহাতে দীপ্তি হইল।

বৃহষ্পতিবার, 18 আগস্ট, 2022

ইফিষীয় ৬:৪আর পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল।

বুধবার, 17 আগস্ট, 2022

হিতোপ ১১:১৮দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে;
কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পায়।

মঙ্গলবার, 16 আগস্ট, 2022

যোহন ১৫:১১এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে, এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।

সোমবার, 15 আগস্ট, 2022

২ করিন্থীয় ৯:১০আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন।

রবিবার, 14 আগস্ট, 2022

গীত ৩৭:৫-৬তোমার গতি সদাপ্রভুতে অর্পণ কর, তাঁহাতে নির্ভর কর,
তিনিই কার্য সাধন করিবেন।
তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম,
মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন।

শনিবার, 13 আগস্ট, 2022

প্রকাশিত বাক্য ২২:১২দেখ, আমি শীঘ্র আসিতেছি; এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য, তাহাকে তেমন ফল দিব।

শুক্রবার, 12 আগস্ট, 2022

ইফিষীয় ৫:৮কারণ তোমরা এক সময়ে অন্ধকার ছিলে, কিন্তু এখন প্রভুতে দীপ্তি হইয়াছ।

বৃহষ্পতিবার, 11 আগস্ট, 2022

হিতোপ ৪:২৬তোমার চরণের পথ সমান কর,
তোমার গতি ব্যবস্থিত হউক।

বুধবার, 10 আগস্ট, 2022

১ যোহন ৪:২১আর আমরা তাঁহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে, ঈশ্বরকে যে প্রেম করে, সে আপন ভ্রাতাকেও প্রেম করুক।

মঙ্গলবার, 9 আগস্ট, 2022

মথি ৫:৪৪কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও।

সোমবার, 8 আগস্ট, 2022

গীত ৫৬:৪ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব;
আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না;
মাংসপিণ্ড আমার কি করিতে পারে?

রবিবার, 7 আগস্ট, 2022

যাকোব ৩:১৮আর যাহারা শান্তি-আচরণ করে, তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা-ফলের বীজ বপন করা যায়।

শনিবার, 6 আগস্ট, 2022

যিহূদা ১:২দয়া, শান্তি ও প্রেম প্রচুররূপে তোমাদের প্রতি বর্তুক।

শুক্রবার, 5 আগস্ট, 2022

হিতোপ ১২:১৬অজ্ঞানের বিরক্তি একেবারে ব্যক্ত হয়,
কিন্তুু সতর্ক লোক অপমান ঢাকে।

বৃহষ্পতিবার, 4 আগস্ট, 2022

১ পিতর ৩:১৪কিন্তু যদিও ধার্মিকতার নিমিত্ত দুঃখভোগ কর, তবু তোমরা ধন্য। আর তোমরা উহাদের ভয়ে ভীত হইও না, এবং উদ্বিগ্ন হইও না, বরং হৃদয়মধ্যে খ্রীষ্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মান।

বুধবার, 3 আগস্ট, 2022

মথি ৬:৩৪অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।

মঙ্গলবার, 2 আগস্ট, 2022

গীত ১৪৩:১সদাপ্রভু, আমার প্রার্থনা শুন;
আমার বিনতিতে কর্ণপাত কর;
তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দেও।

সোমবার, 1 আগস্ট, 2022

ফিলিপীয় ২:৯-১০এই কারণ ঈশ্বর তাঁহাকে অতিশয় উচ্চপদান্বিতও করিলেন, এবং তাঁহাকে সেই নাম দান করিলেন, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ; যেন যীশুর নামে স্বর্গ মর্ত্য পাতাল-নিবাসীদের ‘‘সমুদয় জানু পাতিত হয়।”

আজকের জন্য বাইবেল পদ

আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

কিন্তু হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হউক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ব হও।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন