DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

জানুয়ারী 2026

মঙ্গলবার, 20 জানুয়ারী, 2026

প্রকাশিত বাক্য ২২:২১প্রভু যীশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন।

সোমবার, 19 জানুয়ারী, 2026

যোহন ১১:২৫-২৬যীশু তাঁহাকে কহিলেন, আমিই পুনরুত্থান ও জীবন; যে আমাতে বিশ্বাস করে, সে মরিলেও জীবিত থাকিবে; আর যে কেহ জীবিত আছে, এবং আমাতে বিশ্বাস করে, সে কখনও মরিবে না; ইহা কি বিশ্বাস কর?

রবিবার, 18 জানুয়ারী, 2026

মথি ৬:৯-১০অতএব তোমরা এই মত প্রার্থনা করিও;
হে আমাদের স্বর্গস্থ পিতঃ,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক,
তোমার রাজ্য আইসুক,
তোমার ইচ্ছা সিদ্ধ হউক,
যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হউক।

শনিবার, 17 জানুয়ারী, 2026

লূক ১৬:১৬ব্যবস্থা ও ভাববাদিগণ যোহন পর্যন্ত; সেই অবধি ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারিত হইতেছে, এবং প্রত্যেক জন সবলে সেই রাজ্যে প্রবেশ করিতেছে।

শুক্রবার, 16 জানুয়ারী, 2026

মথি ৩:২মন ফিরাও, কেননা স্বর্গ-রাজ্য সন্নিকট হইল।

বৃহষ্পতিবার, 15 জানুয়ারী, 2026

গীত ১:১ধন্য সেই ব্যক্তি,
যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের সভায় বসে না।

বুধবার, 14 জানুয়ারী, 2026

যাকোব ৩:১৩তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে? সে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক।

মঙ্গলবার, 13 জানুয়ারী, 2026

১ করিন্থীয় ৩:১৮কেহ আপনাকে বঞ্চনা না করুক। তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হউক।

সোমবার, 12 জানুয়ারী, 2026

হিতোপ ২৩:১৫বৎস, তোমার চিত্ত যদি জ্ঞানশালী হয়,
তবে আমারও চিত্ত আনন্দিত হইবে।

রবিবার, 11 জানুয়ারী, 2026

১ পিতর ২:১৬আপনাদিগকে স্বাধীন জানিও; আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না, কিন্তু আপনাদিগকে ঈশ্বরের দাস জানিও।

শনিবার, 10 জানুয়ারী, 2026

১ যোহন ২:১৬কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে।

শুক্রবার, 9 জানুয়ারী, 2026

গীত ৬৩:১হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর;
আমি সযত্নে তোমার অন্বেষণ করিব;
আমার প্রাণ তোমার জন্য পিপাসু,
আমার মাংস তোমার জন্য লালায়িত,
শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।

বৃহষ্পতিবার, 8 জানুয়ারী, 2026

১ তীমথিয় ৬:১৭যাহারা এই যুগে ধনবান, তাহাদিগকে এই আজ্ঞা দেও, যেন তাহারা গর্বিতমনা না হয়, এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে।

বুধবার, 7 জানুয়ারী, 2026

১ তীমথিয় ৬:৬বাস্তবিকই ভক্তি, সন্তোষযুক্ত হইলে, মহালাভের উপায়।

মঙ্গলবার, 6 জানুয়ারী, 2026

হিতোপ ১৮:১৬মানুষের উপহার তাহার জন্য পথ করে,
বড় লোকদের সাক্ষাতে তাহাকে উপস্থিত করে।

সোমবার, 5 জানুয়ারী, 2026

লূক ৬:৩৬তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও।

রবিবার, 4 জানুয়ারী, 2026

১ যোহন ৩:১৭কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে?

শনিবার, 3 জানুয়ারী, 2026

গীত ১১৯:৪৫আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করিব,
কেননা আমি তোমার নিদেশ সকলের অন্বেষণ করিয়াছি।

শুক্রবার, 2 জানুয়ারী, 2026

গালাতীয় ৫:২৫আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইস, আমরা আত্মার বশে চলি।

বৃহষ্পতিবার, 1 জানুয়ারী, 2026

২ করিন্থীয় ৫:১৭ফলতঃ কেহ যদি খ্রীষ্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখ, সেইগুলি নূতন হইয়া উঠিয়াছে।

আজকের জন্য বাইবেল পদ

প্রভু যীশুর অনুগ্রহ পবিত্রগণের সঙ্গে থাকুক। আমেন।

র‌্যানড্ম বাইবেল পদ

তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণচিত্ত হও, পরস্পর ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন