- এখন আমি নবূখদ্নিৎসর সেই স্বর্গরাজের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি; কেননা তাঁহার সমস্ত ক্রিয়া সত্য, ও তাঁহার পথ সকল ন্যায্য; আর যাহারা স্বগর্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন।
- সদাপ্রভু আমার বল ও আমার ঢাল;
আমার অন্তঃকরণ তাঁহার উপরে নির্ভর করিয়াছে,
তাই আমি সাহায্য পাইয়াছি;
এই জন্য আমার অন্তঃকরণ উল্লসিত হইয়াছে,
আমি নিজ গীত দ্বারা তাঁহার প্রশংসা করিব। - পরন্তু, যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচ্ঞা ও চিন্তার অতীত অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রীষ্ট যীশুতে যুগপর্যায়ের যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাঁহারই মহিমা হউক। আমেন।
- সদাপ্রভু মহান ও অতীব প্রশংসনীয়;
তাঁহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না। - পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু, এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, সমস্তেরই এই বাণী শুনিলাম,
‘যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগপর্যায়ের যুগে যুগে বর্তুক।’ - একই মুখ হইতে ধন্যবাদ ও শাপ বাহির হয়। হে আমার ভ্রাতৃগণ, এই সকল এমন হওয়া অনুচিত।
- আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব;
তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। - আমি সদাপ্রভুকে প্রেম করি,
কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি।
তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন,
তজ্জন্য আমি যাবজ্জীবন তাঁহাকে ডাকিব। - কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি;
আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লসিত হইবে।
আমি সদাপ্রভুর উদ্দেশে গীত গাহিব,
কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন। - আকাশমণ্ডল ঈশ্বরের গৌরব বর্ণনা করে,
বিতান তাঁহার হস্তকৃত কর্ম জ্ঞাপন করে।
দিবস দিবসের কাছে বাক্য উচ্চারণ করে,
রাত্রি রাত্রির কাছে জ্ঞান প্রচার করে। - খ্রীষ্টের বাক্য প্রচুররূপে তোমাদের অন্তরে বাস করুক; তোমরা সমস্ত বিজ্ঞতায় গীত, স্তোত্র ও আত্মিক সঙ্কীর্তন দ্বারা পরস্পর শিক্ষা ও চেতনা দান কর; অনুগ্রহে আপন আপন হৃদয়ে ঈশ্বরের উদ্দেশে গান কর।
- অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা ক্রীত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর।
- সেই প্রতাপের রাজা কে?
বাহিনীগণের সদাপ্রভু, তিনিই প্রতাপের রাজা। সেলা - আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব,
তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। - হে সদাপ্রভু, আমাদিগকে নয়, আমাদিগকে নয়,
কিন্তু তোমারই নাম গৌরবান্বিত কর,
তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে। - সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব,
আমি লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব। - ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন;
সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ। সেলা - তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে,
আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ। - আমি তোমার প্রতিষ্ঠা করিব,
হে আমার ঈশ্বর, হে রাজন্,
আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব। - এই কারণ ঈশ্বর তাঁহাকে অতিশয় উচ্চপদান্বিতও করিলেন, এবং তাঁহাকে সেই নাম দান করিলেন, যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ; যেন যীশুর নামে স্বর্গ মর্ত্য পাতাল-নিবাসীদের ‘‘সমুদয় জানু পাতিত হয়।”
- সদাপ্রভু দিবসে আপন দয়াকে আদেশ করিবেন,
রাত্রিতে তাঁহার স্তোত্র আমার সঙ্গী হইবে,
আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা করিব। - স্বর্গে আমার কে আছে?
পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই। - অতএব তোমরা ভোজন, কি পান, কি যাহা কিছু কর, সকলই ঈশ্বরের গৌরবার্থে কর।
- হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও;
সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হউক। - কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ;
অতএব তোমার নামের অনুরোধে
আমাকে পথ দেখাইয়া গমন করাও।
আজকের জন্য বাইবেল পদ
হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সম্মুখে,আমার কাতরোক্তি তোমা হইতে গুপ্ত নয়।