DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

প্রশংসা (3/3)

  • যখন তোমার ধর্মময় শাসনকলাপ শিক্ষা করি,
    তখন আমি সরল চিত্তে তোমার স্তব করিব।
  • কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণু হও। এখন ও অনন্তকাল পর্যন্ত তাঁহার গৌরব হউক। আমেন।
  • আর তাহারা প্রতিদিন একচিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটীতে রুটি ভাঙ্গিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত; তাহারা ঈশ্বরের প্রশংসা করিত, এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন।
  • আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগপর্যায়ের যুগে যুগে হউক। আমেন।
  • যিনি যুগপর্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগপর্যায়ের যুগে যুগে তাঁহারই সমাদর ও মহিমা হউক। আমেন।
  • হে ঈশ্বর, আকাশমণ্ডলের উপরে উন্নত হও;
    সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হউক।
  • আর এইরূপ হইবে, যে কেহ প্রভুর নামে ডাকিবে, সেই পরিত্রাণ পাইবে।
  • আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব;
    পরাৎপর, আমি তোমার নামের প্রশংসা গাহিব।
  • আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক্‌, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।
  • অতএব যেমন খ্রীষ্ট তোমাদিগকে গ্রহণ করিলেন, তেমনি ঈশ্বরের গৌরবের জন্য তোমরা একজন অন্যকে গ্রহণ কর।
  • প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগপর্যায়ের যুগে যুগে তাঁহার মহিমা হউক। আমেন।
  • আর যে সকল লোক তাঁহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল,
    হোশান্না দায়ূদ-সন্তান,
    ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন;
    ঊর্ধ্বলোকে হোশান্না।
  • কারণ ‘‘যে কেহ প্রভুর নামে ডাকে, সে পরিত্রাণ পাইবে।”
  • সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ;
    যে কেহ তদনুযায়ী কর্ম করে, সে সদ্বুদ্ধি পায়;
    তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী।
  • হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর,
    আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি,
    তুমি আমাকে জ্ঞান ও সামর্থ দিয়াছ,
    আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম, তাহা আমাকে এখন জানাইলে;
    তুমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে।
  • ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা,
    পৃথিবীতে তাঁহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।
  • তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন, আর কহিলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব; সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন; সদাপ্রভুর নাম ধন্য হউক।
  • হে আমাদের ত্রাণেশ্বর, তোমার নামের গৌরবার্থে
    আমাদের সাহায্য কর, তোমার নামের অনুরোধে
    আমাদিগকে উদ্ধার কর, আমাদের সকল পাপ মার্জনা কর।
  • আর মেষপালকদিগকে যেরূপ বলা হইয়াছিল, তাহারা তদ্রূপ সকলই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তবগান করিতে করিতে ফিরিয়া আসিল।
  • সেই প্রকারে নারীগণও সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিত করুক; বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু- যাহা ঈশ্বর-ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য- সৎ ক্রিয়ায় ভূষিত হউক।
  • তাঁহারা প্রভুর সেবা ও উপবাস করিতেছিলেন, এমন সময়ে পবিত্র আত্মা কহিলেন, আমি বার্ণবা ও শৌলকে যে কার্যে আহ্বান করিয়াছি, সেই কার্যের নিমিত্ত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দেও।
  • হে ঈশ্বর, স্বর্গের উপরে উন্নত হও,
    সমস্ত ভূমণ্ডলের উপরে তোমার গৌরব হউক।
  • আমি যাবজ্জীবন সদাপ্রভুর উদ্দেশে গান করিব;
    আমি যতকাল বাঁচিয়া থাকি,
    আমার ঈশ্বরের প্রশংসা গান করিব।
  • সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত কর;
    কেননা তিনি মহিমার কর্ম করিয়াছেন;
    তাহা সমস্ত পৃথিবীর জ্ঞানগোচর হউক।
  • হেরোদ রাজার সময়ে যিহূদিয়ার বৈৎলেহমে যীশুর জন্ম হইলে পর, দেখ, পূর্বদেশ হইতে কয়েক জন পণ্ডিত যিরূশালেমে আসিয়া কহিলেন, যিহূদীদের যে রাজা জন্মিয়াছেন, তিনি কোথায়? কারণ আমরা পূর্বদেশে তাঁহার তারা দেখিয়াছি, ও তাঁহাকে প্রণাম করিতে আসিয়াছি।

আজকের জন্য বাইবেল পদ

যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে,
কিন্তু কুটিলাচারীকে চেনা যাইবে।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

মনুষ্যের মন আপন পথের বিষয় সঙ্কল্প করে;
কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন