মঙ্গলবার, 31 অক্টোবর, 2017
তুমি যাও, আনন্দপূর্বক তোমার খাদ্য ভোজন কর, হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান কর, কেননা ঈশ্বর পূর্ব কাল হইতে তোমার কর্ম সকল গ্রাহ্য করিয়া আসিতেছেন।সোমবার, 30 অক্টোবর, 2017
কারণ,‘‘যে ব্যক্তি জীবন ভালবাসিতে চায়,
ও মঙ্গলের দিন দেখিতে চায়,
সে মন্দ হইতে আপন জিহ্বাকে,
ছলনাবাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক।
সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক,
শান্তির চেষ্টা করুক, ও তাহার অনুধাবন করুক।”
রবিবার, 29 অক্টোবর, 2017
কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়্গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক।শুক্রবার, 27 অক্টোবর, 2017
বৃহষ্পতিবার, 26 অক্টোবর, 2017
সোমবার, 23 অক্টোবর, 2017
কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে- উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা, ধার্মিক গণিত হয়।রবিবার, 22 অক্টোবর, 2017
যে বুদ্ধি উপার্জন করে, সে আপন প্রাণকে প্রেম করে,যে বিবেচনা রক্ষা করে, সে মঙ্গল পায়।
শনিবার, 21 অক্টোবর, 2017
শুক্রবার, 20 অক্টোবর, 2017
বৃহষ্পতিবার, 19 অক্টোবর, 2017
আমি নিজ মুখে তাঁহাকে ডাকিলাম,তাঁহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল।
বুধবার, 18 অক্টোবর, 2017
মঙ্গলবার, 17 অক্টোবর, 2017
আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকালস্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল-রক্ষককে, আমাদের প্রভু যীশুকে, মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন, তিনি আপন ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ব করুন, আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক, তাহা আমাদের অন্তরে, যীশু খ্রীষ্ট দ্বারা, সমপন্ন করুন; যুগে যুগে তাঁহার মহিমা হউক। আমেন।সোমবার, 16 অক্টোবর, 2017
তোমার গতি সদাপ্রভুতে অর্পণ কর, তাঁহাতে নির্ভর কর,তিনিই কার্য সাধন করিবেন।
তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম,
মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন।
রবিবার, 15 অক্টোবর, 2017
যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে।শনিবার, 14 অক্টোবর, 2017
পরে ইয়োব আপন বন্ধুগণের নিমিত্ত প্রার্থনা করিলে সদাপ্রভু তাঁহার দুর্দশার পরিবর্তন করিলেন; বস্তুতঃ সদাপ্রভু ইয়োবকে পূর্ব সম্পদের দ্বিগুণ সম্পদ দিলেন।বৃহষ্পতিবার, 12 অক্টোবর, 2017
বুধবার, 11 অক্টোবর, 2017
কিন্তু সেই সহায়, পবিত্র আত্মা, যাঁহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন, এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি, সেই সকল স্মরণ করাইয়া দিবেন।মঙ্গলবার, 10 অক্টোবর, 2017
আমি জানি, যাবজ্জীবন আনন্দ ও সৎকর্ম করণ ব্যতীত আর মঙ্গল তাহাদের হয় না। আর প্রত্যেক মনুষ্য যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের মধ্যে সুখভোগ করে, ইহাও ঈশ্বরের দান।সোমবার, 9 অক্টোবর, 2017
রবিবার, 8 অক্টোবর, 2017
কিন্তু ঈশ্বর, দয়াধনে ধনবান বলিয়া, আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন, তৎপ্রযুক্ত আমাদিগকে, এমন কি, অপরাধে মৃত আমাদিগকে, খ্রীষ্টের সহিত জীবিত করিলেন- অনুগ্রহেই তোমরা পরিত্রাণ পাইয়াছ।শনিবার, 7 অক্টোবর, 2017
শুক্রবার, 6 অক্টোবর, 2017
কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, লেখা আছে, ‘‘মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে।”বৃহষ্পতিবার, 5 অক্টোবর, 2017
বুধবার, 4 অক্টোবর, 2017
মানুষের মনে অনেক সঙ্কল্প হয়,কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে।