বৃহষ্পতিবার, 30 নভেম্বর, 2017
বুধবার, 29 নভেম্বর, 2017
মঙ্গলবার, 28 নভেম্বর, 2017
সোমবার, 27 নভেম্বর, 2017
বৎস, শুন, আমার কথা গ্রহণ কর,তাহাতে তোমার জীবনের আয়ু দীর্ঘ হইবে।
শনিবার, 25 নভেম্বর, 2017
আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমার পিতা, যিনি তাহাদের আমাকে দিয়াছেন, তিনি সর্বাপেক্ষা মহান; এবং কেহই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারে না। আমি ও পিতা, আমরা এক।বৃহষ্পতিবার, 23 নভেম্বর, 2017
দেখিও, যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না কর, কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন কর।বুধবার, 22 নভেম্বর, 2017
মঙ্গলবার, 21 নভেম্বর, 2017
সোমবার, 20 নভেম্বর, 2017
সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘসহিষ্ণুতা সহকারে চল।রবিবার, 19 নভেম্বর, 2017
তোমরা তোমাদের পিতৃপুরুষদের সদৃশ হইও না, তাহাদিগকে পূর্বকালীন ভাববাদীগণ উচ্চৈঃস্বরে বলিত, বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন কুপথ হইতে ও আপন আপন কুকার্য হইতে ফির; কিন্তু তাহারা শুনিত না, আমার কথায় কর্ণপাত করিত না, ইহা সদাপ্রভু বলেন।শুক্রবার, 17 নভেম্বর, 2017
অতএব, হে ভ্রাতৃগণ, তোমরা জানিও, এই ব্যক্তির দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে; আর মোশির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয়ে ধার্মিক গণিত হইতে পারিতে না, যে কেহ বিশ্বাস করে, সে সেই সকল বিষয়ে এই ব্যক্তিতেই ধার্মিক গণিত হয়।বৃহষ্পতিবার, 16 নভেম্বর, 2017
তখন পিতর তাঁহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কত বার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি সাত বার পর্যন্ত? যীশু তাঁহাকে কহিলেন, তোমাকে বলিতেছি না, সাত বার পর্যন্ত নয়, কিন্তু সত্তর গুণ সাত বার পর্যন্ত।বুধবার, 15 নভেম্বর, 2017
কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ;অতএব তোমার নামের অনুরোধে
আমাকে পথ দেখাইয়া গমন করাও।
সোমবার, 13 নভেম্বর, 2017
সর্বাপেক্ষা পরস্পর একাপ্রভাবে প্রেম কর; কেননা ‘‘প্রেম পাপরাশি আচ্ছাদন করে।”শনিবার, 11 নভেম্বর, 2017
বৃহষ্পতিবার, 9 নভেম্বর, 2017
বুধবার, 8 নভেম্বর, 2017
অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান; কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমরা স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি, তদনুসারে ইহা জানি।মঙ্গলবার, 7 নভেম্বর, 2017
সোমবার, 6 নভেম্বর, 2017
রবিবার, 5 নভেম্বর, 2017
অধিকন্তু দুষ্ট লোক যদি আপনার কৃত সমস্ত পাপ হইতে ফিরে, ও আমার বিধি সকল পালন করে, এবং ন্যায় ও ধর্মাচরণ করে, তবে সে অবশ্য বাঁচিবে; সে মরিবে না।শনিবার, 4 নভেম্বর, 2017
শুক্রবার, 3 নভেম্বর, 2017
মানুষের ধন তাহার প্রাণের প্রায়শ্চিত্ত;কিন্তু দরিদ্র তর্জন শুনে না।