DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

প্রশংসা সম্পর্কে বাইবেল পদ

  • হে সদাপ্রভু, তুমি আমার ঈশ্বর; আমি তোমার প্রতিষ্ঠা করিব, তোমার নামের প্রশংসা করিব; কেননা তুমি আশ্চর্য কার্য করিয়াছ; পুরাকালীন মন্ত্রণা সকল সাধন করিয়াছ, বিশ্বস্ততায় ও সত্যে।
  • তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও; তাহাতে তিনি তোমার অন্নজলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব।
  • শ্বাসবিশিষ্ট সকলেই সদাপ্রভুর প্রশংসা করুক।
    তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
  • কিন্তু মধ্যরাত্রে পৌল ও সীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশে স্ত্রোত্রগান করিতেছিলেন, এবং বন্দিগণ তাঁহাদের গান কান পাতিয়া শুনিতেছিল।
  • ঈশ্বর আত্মা; আর যাহারা তাঁহার ভজনা করে, তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে।
  • হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর;
    হে আমার অন্তরস্থ সকল,
    তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।
  • যদিও ডুমুরবৃক্ষ পুষিপত হইবে না,
    দ্রাক্ষালতায় ফল ধরিবে না,
    জলপাইবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে,
    ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উপন্ন হইবে না,
    খোঁয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে,
    গোষ্ঠে গরু থাকিবে না;
    তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব,
    আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব।
  • সদাপ্রভুর স্তব কর, কেননা তিনি মঙ্গলময়,
    তাঁহার দয়া অনন্তকালস্থায়ী।
  • হে সদাপ্রভু, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই; কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার; হে সদাপ্রভু, রাজ্য তোমারই, এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত।
  • হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর;
    আমি সযত্নে তোমার অন্বেষণ করিব;
    আমার প্রাণ তোমার জন্য পিপাসু,
    আমার মাংস তোমার জন্য লালায়িত,
    শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।
  • আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে,
    সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে।
  • ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনিই করুণা-সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর; তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিগকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর-দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি।
  • অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান; কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমরা স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি, তদনুসারে ইহা জানি।
  • তোমরা ঈশ্বরের উদ্দেশে গীত গাও,
    তাঁহার নামের কীর্তন কর;
    যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাঁহার জন্য রাজপথ বাঁধ;
    তাঁহার নাম ‘যাঃ’, তাঁহার সাক্ষাতে উল্লাস কর।
    ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা।
  • যেহেতু সকলই তাঁহা হইতে ও তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত। যুগে যুগে তাঁহারই গৌরব হউক। আমেন।
  • আইস, আমরা প্রণিপাত করি, প্রণত হই,
    আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানু পাতি।
  • কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম;
    আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে।
    এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব,
    আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।
  • হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?
    আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?
    ঈশ্বরের অপেক্ষা কর;
    কেননা আমি আবার তাঁহার স্তব করিব;
    তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
  • আর তোমরা আমাকে আহ্বান করিবে, এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব।
  • কেননা লিখিত আছে,
    ‘‘প্রভু কহিতেছেন, আমার জীবনের দিব্য, আমার কাছে প্রত্যেক জানু পাতিত হইবে,
    এবং প্রত্যেক জিহ্বা ঈশ্বরের গৌরব স্বীকার করিবে।”
  • সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক,
    জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।
  • সদাপ্রভুর ন্যায় পবিত্র কেহ নাই,
    তুমি ব্যতীত আর কেহ নাই,
    আমাদের ঈশ্বরের তুল্য শৈল নাই।
  • আমি তোমার উদ্দেশে অঞ্জলি প্রসারণ করিতেছি; সেলা
    শুষ্ক ভূমির ন্যায় আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষী।
  • আমি সদাপ্রভুকে বলিয়াছি তুমিই আমার প্রভু;
    তুমি ব্যতীত আমার মঙ্গল নাই।
  • এখন আমি নবূখদ্‌নিৎসর সেই স্বর্গরাজের প্রশংসা, প্রতিষ্ঠা ও সমাদর করিতেছি; কেননা তাঁহার সমস্ত ক্রিয়া সত্য, ও তাঁহার পথ সকল ন্যায্য; আর যাহারা স্বগর্বে চলে, তিনি তাহাদিগকে খর্ব করিতে পারেন।

আমি নিজ মুখে তাঁহাকে ডাকিলাম,
তাঁহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

দেখ, পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে, আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই; আর আমরা তাহাই বটে। এই জন্য জগৎ আমাদিগকে জানে না, কারণ সে তাঁহাকে জানে নাই।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

কিন্তু হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হউক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ব হও।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন