বুধবার, 30 সেপ্টেম্বর, 2015
কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, এবং সমস্ত দ্বিধার খড়্গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা, এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক।মঙ্গলবার, 29 সেপ্টেম্বর, 2015
কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সেই সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে।সোমবার, 28 সেপ্টেম্বর, 2015
রবিবার, 27 সেপ্টেম্বর, 2015
শনিবার, 26 সেপ্টেম্বর, 2015
যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না; যে কোন জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন।শুক্রবার, 25 সেপ্টেম্বর, 2015
বৃহষ্পতিবার, 24 সেপ্টেম্বর, 2015
আর আমরা তাঁহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে, ঈশ্বরকে যে প্রেম করে, সে আপন ভ্রাতাকেও প্রেম করুক।বুধবার, 23 সেপ্টেম্বর, 2015
মঙ্গলবার, 22 সেপ্টেম্বর, 2015
কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ,তাঁহার সকল ক্রিয়া বিশ্বস্ততাসিদ্ধ।
সোমবার, 21 সেপ্টেম্বর, 2015
যাহারা এই যুগে ধনবান, তাহাদিগকে এই আজ্ঞা দেও, যেন তাহারা গর্বিতমনা না হয়, এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরেরই উপরে প্রত্যাশা রাখে।রবিবার, 20 সেপ্টেম্বর, 2015
আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, ‘উপড়িয়া যাও, আর সমুদ্রে গিয়া পড়,’ এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে, যাহা বলে, তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে।শনিবার, 19 সেপ্টেম্বর, 2015
মনুষ্যের মনোব্যথা মনকে নত করে;কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে।
শুক্রবার, 18 সেপ্টেম্বর, 2015
কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা কর, তাহা হইলে ঐ সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে।বৃহষ্পতিবার, 17 সেপ্টেম্বর, 2015
বুধবার, 16 সেপ্টেম্বর, 2015
আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রসন্নভাব আমাদের উপরে বর্তুক;আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম স্থায়ী কর,
আমাদের হস্তের কর্ম তুমি স্থায়ী কর।
সোমবার, 14 সেপ্টেম্বর, 2015
শনিবার, 12 সেপ্টেম্বর, 2015
প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন; তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তঃকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই; যেন বন্দি লোকদের কাছে মুক্তি, ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি।শুক্রবার, 11 সেপ্টেম্বর, 2015
আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা; যে আমাতে থাকে, এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়; কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পার না।বৃহষ্পতিবার, 10 সেপ্টেম্বর, 2015
ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না,তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও।
বুধবার, 9 সেপ্টেম্বর, 2015
সে উত্তর করিয়া কহিল,‘‘তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ,
তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া
তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে,
এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”
রবিবার, 6 সেপ্টেম্বর, 2015
উত্তমের চেষ্টা কর, মন্দের নয়, যেন বাঁচিতে পার; তাহাতে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, তোমাদের সঙ্গে থাকিবেন, যেমন তোমরা বলিয়া থাক।শনিবার, 5 সেপ্টেম্বর, 2015
কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন।শুক্রবার, 4 সেপ্টেম্বর, 2015
ধন্য সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে,যে তাঁহার সকল পথে চলে।
বুধবার, 2 সেপ্টেম্বর, 2015
মঙ্গলবার, 1 সেপ্টেম্বর, 2015
মানুষের মনে অনেক সঙ্কল্প হয়,কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে।
আজকের জন্য বাইবেল পদ
যে ক্রোধে ধীর, সে বীর হইতেও উত্তম,নিজ আত্মার শাসনকারী নগর-জয়কারী হইতেও শ্রেষ্ঠ।