বুধবার, 28 ফেব্রুয়ারী, 2018
সোমবার, 26 ফেব্রুয়ারী, 2018
রবিবার, 25 ফেব্রুয়ারী, 2018
বৃহষ্পতিবার, 22 ফেব্রুয়ারী, 2018
মঙ্গলবার, 20 ফেব্রুয়ারী, 2018
সোমবার, 19 ফেব্রুয়ারী, 2018
রবিবার, 18 ফেব্রুয়ারী, 2018
আমি সদাপ্রভুকে বলিয়াছি তুমিই আমার প্রভু;তুমি ব্যতীত আমার মঙ্গল নাই।
শনিবার, 17 ফেব্রুয়ারী, 2018
তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক; ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর।শুক্রবার, 16 ফেব্রুয়ারী, 2018
বৃহষ্পতিবার, 15 ফেব্রুয়ারী, 2018
দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়,জল-সেচনকারী আপনিও জলে সিক্ত হয়।
বুধবার, 14 ফেব্রুয়ারী, 2018
মঙ্গলবার, 13 ফেব্রুয়ারী, 2018
যে কেহ তোমার কাছে যাচ্ঞা করে, তাহাকে দিও; এবং যে তোমার দ্রব্য তুলিয়া লয়, তাহার কাছে তাহা আর চাহিও না।সোমবার, 12 ফেব্রুয়ারী, 2018
প্রভু সদাপ্রভুই আমার বল,তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন,
তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন।
রবিবার, 11 ফেব্রুয়ারী, 2018
কারণ ঈশ্বর-দেয় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, ‘‘কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে”।শনিবার, 10 ফেব্রুয়ারী, 2018
শুক্রবার, 9 ফেব্রুয়ারী, 2018
দক্ষিণে কি বামে ফিরিও না,মন্দ হইতে চরণ নিবৃত্ত কর।
বৃহষ্পতিবার, 8 ফেব্রুয়ারী, 2018
সোমবার, 5 ফেব্রুয়ারী, 2018
শুক্রবার, 2 ফেব্রুয়ারী, 2018
অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।আজকের জন্য বাইবেল পদ
কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।র্যানড্ম বাইবেল পদ
প্রাতে আমাকে তোমার দয়ার বচন শুনাও,কেননা তোমাতে আমি নির্ভর করিতেছি;
আমার গন্তব্য পথ আমাকে জানাও,
কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি।পরবর্তী পদ !ছবি সহ