DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (ফেব্রুয়ারী 2018)

বুধবার, 28 ফেব্রুয়ারী, 2018

পৌল কহিলেন, যোহন মন পরিবর্তনের বাপ্তিস্মে বাপ্তাইজ করিতেন, লোকদিগকে বলিতেন, যিনি তাঁহার পরে আসিবেন, তাঁহাতে অর্থাৎ যীশুতে তাহাদিগকে বিশ্বাস করিতে হইবে।

মঙ্গলবার, 27 ফেব্রুয়ারী, 2018

হিতোপ ৪:২৬তোমার চরণের পথ সমান কর,
তোমার গতি ব্যবস্থিত হউক।

সোমবার, 26 ফেব্রুয়ারী, 2018

রোমীয় ৮:৩১এই সকল বিষয়ে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?

রবিবার, 25 ফেব্রুয়ারী, 2018

যোহন ১১:৪০যীশু তাঁহাকে কহিলেন, আমি কি তোমাকে বলি নাই যে, যদি বিশ্বাস কর, তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে? তখন তাহারা পাথরখানি সরাইয়া ফেলিল।

শনিবার, 24 ফেব্রুয়ারী, 2018

গীত ১১২:৫যে জন কৃপা করে ও ঋণ দেয়, তাহার মঙ্গল হয়;
সে বিচারে আপনার কথা নিষপন্ন করিবে।

শুক্রবার, 23 ফেব্রুয়ারী, 2018

১ যোহন ৫:২১বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদের রক্ষা কর।

বৃহষ্পতিবার, 22 ফেব্রুয়ারী, 2018

যিহিষ্কেল ৩৬:২৬আর আমি তোমাদিগকে নূতন হৃদয় দিব, ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব; আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব।

বুধবার, 21 ফেব্রুয়ারী, 2018

হিতোপ ১৫:১৬সদাপ্রভুর ভয়ের সহিত অল্পও ভাল,
তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভাল নয়।

মঙ্গলবার, 20 ফেব্রুয়ারী, 2018

১ পিতর ১:৩ধন্য আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর ও পিতা; তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রীষ্টের পুনরুত্থান দ্বারা, জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন।

সোমবার, 19 ফেব্রুয়ারী, 2018

আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকের পরিসীমাকে আশীর্বাদস্বরূপ করিব; এবং যথাসময়ে জলধারা বর্ষাইব, আশীর্বাদের ধারা বর্ষিবে।

রবিবার, 18 ফেব্রুয়ারী, 2018

আমি সদাপ্রভুকে বলিয়াছি তুমিই আমার প্রভু;
তুমি ব্যতীত আমার মঙ্গল নাই।

শনিবার, 17 ফেব্রুয়ারী, 2018

তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক; ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর।

শুক্রবার, 16 ফেব্রুয়ারী, 2018

যোহন ১৪:১৬আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন; তিনি সত্যের আত্মা।

বৃহষ্পতিবার, 15 ফেব্রুয়ারী, 2018

দানশীল ব্যক্তি পরিতৃপ্ত হয়,
জল-সেচনকারী আপনিও জলে সিক্ত হয়।

বুধবার, 14 ফেব্রুয়ারী, 2018

১ করিন্থীয় ১৩:৩আর যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই, এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই।

মঙ্গলবার, 13 ফেব্রুয়ারী, 2018

যে কেহ তোমার কাছে যাচ্ঞা করে, তাহাকে দিও; এবং যে তোমার দ্রব্য তুলিয়া লয়, তাহার কাছে তাহা আর চাহিও না।

সোমবার, 12 ফেব্রুয়ারী, 2018

প্রভু সদাপ্রভুই আমার বল,
তিনি আমার চরণ হরিণীর চরণ সদৃশ করেন,
তিনি আমার উচ্চস্থলী সকল দিয়া আমাকে গমন করাইবেন।

রবিবার, 11 ফেব্রুয়ারী, 2018

কারণ ঈশ্বর-দেয় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, ‘‘কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে”।

শনিবার, 10 ফেব্রুয়ারী, 2018

মথি ১৯:১৮-১৯নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও।

শুক্রবার, 9 ফেব্রুয়ারী, 2018

দক্ষিণে কি বামে ফিরিও না,
মন্দ হইতে চরণ নিবৃত্ত কর।

বৃহষ্পতিবার, 8 ফেব্রুয়ারী, 2018

২ করিন্থীয় ৯:১০আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন।

বুধবার, 7 ফেব্রুয়ারী, 2018

পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে শুচি করিও, ভূতদিগকে ছাড়াইও; তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও।

মঙ্গলবার, 6 ফেব্রুয়ারী, 2018

হিতোপ ১৩:১২আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক;
কিন্তু মনোবাসনার সিদ্ধি জীবনবৃক্ষ।

সোমবার, 5 ফেব্রুয়ারী, 2018

গালাতীয় ৫:১৩কারণ, হে ভ্রাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহূত হইয়াছ; কেবল দেখিও, সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও।

রবিবার, 4 ফেব্রুয়ারী, 2018

আর তদ্রূপ কোন বিষয়ে দোষী হইলে সে আপনার কৃত পাপ স্বীকার করিবে।

শনিবার, 3 ফেব্রুয়ারী, 2018

উপ ১১:১০অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর কর, শরীর হইতে দুঃখ অপসারণ কর, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার।

শুক্রবার, 2 ফেব্রুয়ারী, 2018

অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয় আপনি ভাবিত হইবে; দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট।

বৃহষ্পতিবার, 1 ফেব্রুয়ারী, 2018

যাকোব ৪:২তোমরা অভিলাষ করিতেছ, কিন্তু প্রাপ্ত হও না; তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ, কিন্তু পাইতে পার না; তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাক, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ঞা কর না।

আজকের জন্য বাইবেল পদ

আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

প্রত্যাশায় আনন্দ কর, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাক।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন