বুধবার, 31 জানুয়ারী, 2018
মঙ্গলবার, 30 জানুয়ারী, 2018
দয়া, শান্তি ও প্রেম প্রচুররূপে তোমাদের প্রতি বর্তুক।সোমবার, 29 জানুয়ারী, 2018
শনিবার, 27 জানুয়ারী, 2018
শুক্রবার, 26 জানুয়ারী, 2018
তুমি বাক্য প্রচার কর, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান-পূর্বক অনুযোগ কর, ভর্ৎসনা কর, চেতনা দেও।বুধবার, 24 জানুয়ারী, 2018
মঙ্গলবার, 23 জানুয়ারী, 2018
সোমবার, 22 জানুয়ারী, 2018
রবিবার, 21 জানুয়ারী, 2018
কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট; অতএব সংযমশীল হও, এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাক।শনিবার, 20 জানুয়ারী, 2018
আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব।বুধবার, 17 জানুয়ারী, 2018
সোমবার, 15 জানুয়ারী, 2018
যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না; যে কোন জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন।রবিবার, 14 জানুয়ারী, 2018
প্রিয়তমেরা, আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী না করে, তবে ঈশ্বরের উদ্দেশে আমাদের সাহস লাভ হয়; এবং যাহা কিছু যাচ্ঞা করি, তাহা তাঁহার নিকটে পাই; কেননা আমরা তাঁহার আজ্ঞা সকল পালন করি, এবং তাঁহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক, তাহা করি?শুক্রবার, 12 জানুয়ারী, 2018
বৃহষ্পতিবার, 11 জানুয়ারী, 2018
বুধবার, 10 জানুয়ারী, 2018
বৎস, আমার বাক্যে অবধান কর,আমার কথায় কর্ণপাত কর।
তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হউক,
তোমার হৃদয়মধ্যে তাহা রাখ।
মঙ্গলবার, 9 জানুয়ারী, 2018
যদিও ডুমুরবৃক্ষ পুষিপত হইবে না,দ্রাক্ষালতায় ফল ধরিবে না,
জলপাইবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে,
ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উপন্ন হইবে না,
খোঁয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে,
গোষ্ঠে গরু থাকিবে না;
তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব,
আমার ত্রাণেশ্বরে উল্লসিত হইব।
সোমবার, 8 জানুয়ারী, 2018
কিন্তু যদিও ধার্মিকতার নিমিত্ত দুঃখভোগ কর, তবু তোমরা ধন্য। আর তোমরা উহাদের ভয়ে ভীত হইও না, এবং উদ্বিগ্ন হইও না, বরং হৃদয়মধ্যে খ্রীষ্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মান।রবিবার, 7 জানুয়ারী, 2018
ধন্য সেই ব্যক্তি,যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের সভায় বসে না।
শনিবার, 6 জানুয়ারী, 2018
শুক্রবার, 5 জানুয়ারী, 2018
আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট; কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রীষ্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে।বৃহষ্পতিবার, 4 জানুয়ারী, 2018
কেননা প্রজ্ঞার বাহুল্যে মনস্তাপের বাহুল্য হয়; এবং যে বিদ্যার বৃদ্ধি করে, সে ব্যথার বৃদ্ধি করে।বুধবার, 3 জানুয়ারী, 2018
মঙ্গলবার, 2 জানুয়ারী, 2018
আজকের জন্য বাইবেল পদ
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ;সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ;
তিনি নিজ শরণাগত সকলের ঢাল।