শুক্রবার, 31 জানুয়ারী, 2020
কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।বৃহষ্পতিবার, 30 জানুয়ারী, 2020
বুধবার, 29 জানুয়ারী, 2020
মঙ্গলবার, 28 জানুয়ারী, 2020
আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার-দিনে সেই সকলের হিসাব দিতে হইবে।রবিবার, 26 জানুয়ারী, 2020
শনিবার, 25 জানুয়ারী, 2020
তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁহার উপরে ফেলিয়া দেও; কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন।শুক্রবার, 24 জানুয়ারী, 2020
জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ,তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য-হৃদয়।
বৃহষ্পতিবার, 23 জানুয়ারী, 2020
বুধবার, 22 জানুয়ারী, 2020
মঙ্গলবার, 21 জানুয়ারী, 2020
সোমবার, 20 জানুয়ারী, 2020
রবিবার, 19 জানুয়ারী, 2020
শনিবার, 18 জানুয়ারী, 2020
যে বুদ্ধি উপার্জন করে, সে আপন প্রাণকে প্রেম করে,যে বিবেচনা রক্ষা করে, সে মঙ্গল পায়।
বৃহষ্পতিবার, 16 জানুয়ারী, 2020
বুধবার, 15 জানুয়ারী, 2020
আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রাও যাইব;কেননা, হে সদাপ্রভু, তুমিই একাকী
আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ।
মঙ্গলবার, 14 জানুয়ারী, 2020
আর সেখানকার পীড়িতদিগকে সুস্থ করিও, এবং তাহাদিগকে বলিও, ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট হইল।সোমবার, 13 জানুয়ারী, 2020
রবিবার, 12 জানুয়ারী, 2020
ঈশ্বরে আমি তাঁহার বাক্যের প্রশংসা করিব;আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিব না;
মাংসপিণ্ড আমার কি করিতে পারে?
শনিবার, 11 জানুয়ারী, 2020
আর তিনিই আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক।শুক্রবার, 10 জানুয়ারী, 2020
আর পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তুল।বৃহষ্পতিবার, 9 জানুয়ারী, 2020
মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত;কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে, তাহারা তাঁহার সন্তোষ-পাত্র।
বুধবার, 8 জানুয়ারী, 2020
মঙ্গলবার, 7 জানুয়ারী, 2020
সোমবার, 6 জানুয়ারী, 2020
কেননা সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন;তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না;
তাহারা চিরকাল রক্ষিত হয়;
কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে।