শনিবার, 29 ফেব্রুয়ারী, 2020
সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে,এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।
শুক্রবার, 28 ফেব্রুয়ারী, 2020
তোমরা জগতের দীপ্তি; পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না।বৃহষ্পতিবার, 27 ফেব্রুয়ারী, 2020
আর যাহারা শান্তি-আচরণ করে, তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা-ফলের বীজ বপন করা যায়।বুধবার, 26 ফেব্রুয়ারী, 2020
বাটী ও ধন পৈত্রিক অধিকার;কিন্তু বুদ্ধিমতী স্ত্রী সদাপ্রভু হইতে পাওয়া যায়।
মঙ্গলবার, 25 ফেব্রুয়ারী, 2020
আমার প্রজারা, যাহাদের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে, তাহারা যদি নম্র হইয়া প্রার্থনা করে ও আমার মুখের অন্বেষণ করে, এবং তাহাদের কুপথ হইতে ফিরে, তবে আমি স্বর্গ হইতে তাহা শুনিব, তাহাদের পাপ ক্ষমা করিব ও তাহাদের দেশ আরোগ্য করিব।সোমবার, 24 ফেব্রুয়ারী, 2020
আর প্রভুই সেই আত্মা; এবং যেখানে প্রভুর আত্মা, সেইখানে স্বাধীনতা।রবিবার, 23 ফেব্রুয়ারী, 2020
ধন্য সেই ব্যক্তি,যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের সভায় বসে না।
শনিবার, 22 ফেব্রুয়ারী, 2020
অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও। আর দেখ, আমিই যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।শুক্রবার, 21 ফেব্রুয়ারী, 2020
আর আমরা তাঁহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে, ঈশ্বরকে যে প্রেম করে, সে আপন ভ্রাতাকেও প্রেম করুক।বৃহষ্পতিবার, 20 ফেব্রুয়ারী, 2020
সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়,কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে।
রবিবার, 16 ফেব্রুয়ারী, 2020
আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা সকল পালন করিয়া তাঁহার পথে গমন করিবে, ও তাঁহাকে ভয় করিবে।শনিবার, 15 ফেব্রুয়ারী, 2020
শুক্রবার, 14 ফেব্রুয়ারী, 2020
তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে,মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ;
কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান;
অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর;
তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি।
বৃহষ্পতিবার, 13 ফেব্রুয়ারী, 2020
সোমবার, 10 ফেব্রুয়ারী, 2020
কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে, আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি।রবিবার, 9 ফেব্রুয়ারী, 2020
শনিবার, 8 ফেব্রুয়ারী, 2020
আমি নিজ মুখে তাঁহাকে ডাকিলাম,তাঁহার প্রতিষ্ঠা আমার জিহ্বাগ্রে ছিল।
শুক্রবার, 7 ফেব্রুয়ারী, 2020
বুধবার, 5 ফেব্রুয়ারী, 2020
মনুষ্যের অহঙ্কার তাহাকে নিচে নামাইবে,কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে।
মঙ্গলবার, 4 ফেব্রুয়ারী, 2020
আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন; কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর; ধন্য তাহারা সকলে, যাহারা তাঁহার অপেক্ষা করে।সোমবার, 3 ফেব্রুয়ারী, 2020
স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম কর, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন; যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন।রবিবার, 2 ফেব্রুয়ারী, 2020
কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ,তাঁহার সকল ক্রিয়া বিশ্বস্ততাসিদ্ধ।