শনিবার, 29 ফেব্রুয়ারী, 2020
সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে,এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।
শুক্রবার, 28 ফেব্রুয়ারী, 2020
বৃহষ্পতিবার, 27 ফেব্রুয়ারী, 2020
আর যাহারা শান্তি-আচরণ করে, তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা-ফলের বীজ বপন করা যায়।মঙ্গলবার, 25 ফেব্রুয়ারী, 2020
সোমবার, 24 ফেব্রুয়ারী, 2020
আর প্রভুই সেই আত্মা; এবং যেখানে প্রভুর আত্মা, সেইখানে স্বাধীনতা।রবিবার, 23 ফেব্রুয়ারী, 2020
ধন্য সেই ব্যক্তি,যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের সভায় বসে না।
শনিবার, 22 ফেব্রুয়ারী, 2020
শুক্রবার, 21 ফেব্রুয়ারী, 2020
আর আমরা তাঁহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে, ঈশ্বরকে যে প্রেম করে, সে আপন ভ্রাতাকেও প্রেম করুক।বৃহষ্পতিবার, 20 ফেব্রুয়ারী, 2020
সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়,কিন্তু ওষ্ঠের বাচালতায় কেবল অভাব ঘটে।
রবিবার, 16 ফেব্রুয়ারী, 2020
আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা সকল পালন করিয়া তাঁহার পথে গমন করিবে, ও তাঁহাকে ভয় করিবে।শনিবার, 15 ফেব্রুয়ারী, 2020
শুক্রবার, 14 ফেব্রুয়ারী, 2020
বৃহষ্পতিবার, 13 ফেব্রুয়ারী, 2020
সোমবার, 10 ফেব্রুয়ারী, 2020
কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে, আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি।রবিবার, 9 ফেব্রুয়ারী, 2020
শুক্রবার, 7 ফেব্রুয়ারী, 2020
বুধবার, 5 ফেব্রুয়ারী, 2020
মনুষ্যের অহঙ্কার তাহাকে নিচে নামাইবে,কিন্তু নম্রচিত্ত ব্যক্তি সম্মান পাইবে।
মঙ্গলবার, 4 ফেব্রুয়ারী, 2020
সোমবার, 3 ফেব্রুয়ারী, 2020
স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম কর, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন; যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন।রবিবার, 2 ফেব্রুয়ারী, 2020
কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ,তাঁহার সকল ক্রিয়া বিশ্বস্ততাসিদ্ধ।
শনিবার, 1 ফেব্রুয়ারী, 2020
আজকের জন্য বাইবেল পদ
কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে, তাহা প্রথমে শুচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদবিহীন ও নিষ্কপট।র্যানড্ম বাইবেল পদ
যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে,সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।
আমি সদাপ্রভুর বিষয়ে বলিব,
‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ,
আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।পরবর্তী পদ !ছবি সহ