মঙ্গলবার, 31 মার্চ, 2020
কারণ ঈশ্বর-দেয় এক ধার্মিকতা সুসমাচারে প্রকাশিত হইতেছে, তাহা বিশ্বাসমূলক ও বিশ্বাসজনক, যেমন লেখা আছে, ‘‘কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে”।শনিবার, 28 মার্চ, 2020
শুক্রবার, 27 মার্চ, 2020
যে জন কৃপা করে ও ঋণ দেয়, তাহার মঙ্গল হয়;সে বিচারে আপনার কথা নিষপন্ন করিবে।
বৃহষ্পতিবার, 26 মার্চ, 2020
বুধবার, 25 মার্চ, 2020
এই সকল বিষয়ে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?মঙ্গলবার, 24 মার্চ, 2020
সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে; যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায়; পরিশ্রম করিলেও সে যাহা সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে, এমন কিছুই নাই।সোমবার, 23 মার্চ, 2020
রবিবার, 22 মার্চ, 2020
যাহার যাহা প্রাপ্য, তাহাকে তাহা দেও। যাঁহাকে কর দিতে হয়, কর দেও; যাঁহাকে শুল্ক দিতে হয়, শুল্ক দেও; যাঁহাকে ভয় করিতে হয়, ভয় কর; যাঁহাকে সমাদর করিতে হয়, সমাদর কর।শনিবার, 21 মার্চ, 2020
শুক্রবার, 20 মার্চ, 2020
বৃহষ্পতিবার, 19 মার্চ, 2020
বুধবার, 18 মার্চ, 2020
সোমবার, 16 মার্চ, 2020
যে কেহ তোমার কাছে যাচ্ঞা করে, তাহাকে দিও; এবং যে তোমার দ্রব্য তুলিয়া লয়, তাহার কাছে তাহা আর চাহিও না।রবিবার, 15 মার্চ, 2020
অপবাদকারী গুপ্ত কথা ব্যক্ত করে;কিন্তু যে আত্মায় বিশ্বস্ত, সে কথা গোপন করে।
শনিবার, 14 মার্চ, 2020
শুক্রবার, 13 মার্চ, 2020
আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন।বৃহষ্পতিবার, 12 মার্চ, 2020
কেননা সদাপ্রভু আপন প্রজাদের প্রতি প্রীত,তিনি নম্রদিগকে পরিত্রাণে ভূষিত করিবেন।
বুধবার, 11 মার্চ, 2020
মঙ্গলবার, 10 মার্চ, 2020
সোমবার, 9 মার্চ, 2020
শনিবার, 7 মার্চ, 2020
দয়া, শান্তি ও প্রেম প্রচুররূপে তোমাদের প্রতি বর্তুক।শুক্রবার, 6 মার্চ, 2020
বৃহষ্পতিবার, 5 মার্চ, 2020
কারণ, হে ভ্রাতৃগণ, তোমরা স্বাধীনতার জন্য আহূত হইয়াছ; কেবল দেখিও, সেই স্বাধীনতাকে মাংসের পক্ষে সুযোগ করিও না, বরং প্রেমের দ্বারা একজন অন্যের দাস হও।বুধবার, 4 মার্চ, 2020
সোমবার, 2 মার্চ, 2020
যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না; যে কোন জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয়, তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভুর দাসদের এই অধিকার, এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন।রবিবার, 1 মার্চ, 2020
আর আমিও তোমাকে কহিতেছি, তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব, আর পাতালের পুরদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না।আজকের জন্য বাইবেল পদ
যে ক্রোধে ধীর, সে বীর হইতেও উত্তম,নিজ আত্মার শাসনকারী নগর-জয়কারী হইতেও শ্রেষ্ঠ।