বৃহষ্পতিবার, 30 এপ্রিল, 2020
যে কেহ স্বীকার করিবে যে, যীশু ঈশ্বরের পুত্র, ঈশ্বর তাহাতে থাকেন এবং সেও ঈশ্বরে থাকে।বুধবার, 29 এপ্রিল, 2020
আর আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রসন্নভাব আমাদের উপরে বর্তুক;আর তুমি আমাদের পক্ষে আমাদের হস্তের কর্ম স্থায়ী কর,
আমাদের হস্তের কর্ম তুমি স্থায়ী কর।
মঙ্গলবার, 28 এপ্রিল, 2020
রবিবার, 26 এপ্রিল, 2020
শনিবার, 25 এপ্রিল, 2020
শুক্রবার, 24 এপ্রিল, 2020
বৃহষ্পতিবার, 23 এপ্রিল, 2020
যাহাদের মঙ্গল করা উচিত, তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিও না,যখন তাহা করিবার ক্ষমতা তোমার হাতে থাকে।
বুধবার, 22 এপ্রিল, 2020
মঙ্গলবার, 21 এপ্রিল, 2020
কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সেই সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে।সোমবার, 20 এপ্রিল, 2020
আমি সদাপ্রভুকে বলিয়াছি তুমিই আমার প্রভু;তুমি ব্যতীত আমার মঙ্গল নাই।
রবিবার, 19 এপ্রিল, 2020
তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক; ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর।শনিবার, 18 এপ্রিল, 2020
শুক্রবার, 17 এপ্রিল, 2020
তুমি বলিও না, বর্তমান কাল অপেক্ষা পূর্বকাল কেন ভাল ছিল? কেননা এই বিষয়ে তোমার জিজ্ঞাসা করা প্রজ্ঞা হইতে উৎপন্ন হয় না।বৃহষ্পতিবার, 16 এপ্রিল, 2020
বুধবার, 15 এপ্রিল, 2020
সোমবার, 13 এপ্রিল, 2020
রবিবার, 12 এপ্রিল, 2020
শনিবার, 11 এপ্রিল, 2020
শুক্রবার, 10 এপ্রিল, 2020
সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন,আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন;
তবু আমরা মনে করিলাম,
তিনি আহত, ঈশ্বরকর্তৃক প্রহারিত ও দুঃখার্ত।
বৃহষ্পতিবার, 9 এপ্রিল, 2020
মঙ্গলবার, 7 এপ্রিল, 2020
সোমবার, 6 এপ্রিল, 2020
রবিবার, 5 এপ্রিল, 2020
হে সিয়োন-কন্যা অতিশয় উল্লাস কর;হে যিরূশালেম-কন্যা, জয়ধ্বনি কর।
দেখ, তোমার রাজা তোমার নিকটে আসিতেছেন;
তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত,
তিনি নম্র ও গর্দভে উপবিষ্ট, গর্দভীর শাবকে উপবিষ্ট।