মঙ্গলবার, 31 ডিসেম্বর, 2019
সোমবার, 30 ডিসেম্বর, 2019
রবিবার, 29 ডিসেম্বর, 2019
শনিবার, 28 ডিসেম্বর, 2019
হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরাও;তোমার মুখ উজ্জ্বল কর, তাহাতে আমরা পরিত্রাণ পাইব।
শুক্রবার, 27 ডিসেম্বর, 2019
কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না কর, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না।বৃহষ্পতিবার, 26 ডিসেম্বর, 2019
ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।বুধবার, 25 ডিসেম্বর, 2019
মঙ্গলবার, 24 ডিসেম্বর, 2019
ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা,পৃথিবীতে তাঁহার প্রীতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।
রবিবার, 22 ডিসেম্বর, 2019
কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ;অতএব তোমার নামের অনুরোধে
আমাকে পথ দেখাইয়া গমন করাও।
শনিবার, 21 ডিসেম্বর, 2019
অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান; কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমরা স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি, তদনুসারে ইহা জানি।শুক্রবার, 20 ডিসেম্বর, 2019
বৃহষ্পতিবার, 19 ডিসেম্বর, 2019
সোমবার, 16 ডিসেম্বর, 2019
আস্বাদন করিয়া দেখ, সদাপ্রভু মঙ্গলময়;ধন্য সেই ব্যক্তি, যে তাঁহার শরণাপন্ন।
রবিবার, 15 ডিসেম্বর, 2019
সর্বাপেক্ষা পরস্পর একাপ্রভাবে প্রেম কর; কেননা ‘‘প্রেম পাপরাশি আচ্ছাদন করে।”শনিবার, 14 ডিসেম্বর, 2019
একজন অন্য জনের কাছে মিথ্যা কথা কহিও না; কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াসুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ, এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করিয়াছ, যে আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নূতনীকৃত হইতেছে।শুক্রবার, 13 ডিসেম্বর, 2019
বৃহষ্পতিবার, 12 ডিসেম্বর, 2019
বুধবার, 11 ডিসেম্বর, 2019
যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাক। কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও, সৎবিবেক রক্ষা কর।মঙ্গলবার, 10 ডিসেম্বর, 2019
তোমার গতি সদাপ্রভুতে অর্পণ কর, তাঁহাতে নির্ভর কর,তিনিই কার্য সাধন করিবেন।
তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম,
মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন।
সোমবার, 9 ডিসেম্বর, 2019
রবিবার, 8 ডিসেম্বর, 2019
শনিবার, 7 ডিসেম্বর, 2019
সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী,যাহারা তাঁহাকে ডাকে,
যাহারা সত্যে তাঁহাকে ডাকে।
শুক্রবার, 6 ডিসেম্বর, 2019
কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব-বিহীন হইয়াছে- উহারা বিনামূল্যে তাঁহারই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা, ধার্মিক গণিত হয়।বৃহষ্পতিবার, 5 ডিসেম্বর, 2019
আর যেমন আমরাও তোমাদের প্রতি উপচিয়া পড়ি, তেমনি প্রভু তোমাদিগকে পরস্পরের ও সকলের প্রতি প্রেমে বর্ধিষ্ণু করুন ও উপচিয়া পড়িতে দিউন।মঙ্গলবার, 3 ডিসেম্বর, 2019
সোমবার, 2 ডিসেম্বর, 2019
আমাদের প্রত্যেক জন যাহা উত্তম, তাহার জন্য, গাঁথিয়া তুলিবার নিমিত্ত, প্রতিবাসীকে তুষ্ট করুক।রবিবার, 1 ডিসেম্বর, 2019
আজকের জন্য বাইবেল পদ
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ;সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ;
তিনি নিজ শরণাগত সকলের ঢাল।