DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (ডিসেম্বর 2021)

শুক্রবার, 31 ডিসেম্বর, 2021

যিশাইয় ২৬:৯রাত্রিকালে আমি প্রাণের সহিত তোমার আকাঙ্ক্ষা করিয়াছি; হাঁ, সযত্নে আমার অন্তরস্থ আত্মা দ্বারা তোমার অন্বেষণ করিব, কেননা পৃথিবীতে তোমার শাসন-কলাপ প্রচলিত হইলে, জগন্নিবাসীরা ধার্মিকতা শিক্ষা করিবে।

বৃহষ্পতিবার, 30 ডিসেম্বর, 2021

১ করিন্থীয় ১৩:১৩আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ।

বুধবার, 29 ডিসেম্বর, 2021

মথি ৫:৯ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে।

মঙ্গলবার, 28 ডিসেম্বর, 2021

১ যোহন ৪:১১প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য।

সোমবার, 27 ডিসেম্বর, 2021

২ করিন্থীয় ৪:১৮আমরা ত দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি; কারণ যাহা যাহা দৃশ্য, তাহা ক্ষণকালস্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য, তাহা অনন্তকালস্থায়ী।

রবিবার, 26 ডিসেম্বর, 2021

গীত ৭৩:২৫স্বর্গে আমার কে আছে?
পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই।

শনিবার, 25 ডিসেম্বর, 2021

লূক ২:৬-৭তাঁহারা সেই স্থানে আছেন, এমন সময়ে মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন, এবং তাঁহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাঁহাদের জন্য স্থান ছিল না।

শুক্রবার, 24 ডিসেম্বর, 2021

লূক ১:৩০-৩১দূত তাঁহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখ, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাঁহার নাম যীশু রাখিবে।

বৃহষ্পতিবার, 23 ডিসেম্বর, 2021

যিশাইয় ৫২:৭আহা! পর্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে,
যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে,
মঙ্গলের সুসমাচার প্রচার করে,
পরিত্রাণ ঘোষণা করে, সিয়োনকে বলে,
তোমার ঈশ্বর রাজত্ব করেন।

বুধবার, 22 ডিসেম্বর, 2021

রোমীয় ২:১২কারণ ব্যবস্থাবিহীন অবস্থায় যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থাবিহীন অবস্থায় তাহাদের বিনাশও ঘটিবে; আর ব্যবস্থার অধীনে থাকিয়া যত লোক পাপ করিয়াছে, ব্যবস্থা দ্বারাই তাহাদের বিচার করা যাইবে।

মঙ্গলবার, 21 ডিসেম্বর, 2021

দ্বিতীয় বিবরণ ৪:৪০আর তোমার মঙ্গল ও তোমার ভাবী সন্তানগণের মঙ্গল যেন হয়, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে ভূমি চিরকালের জন্য দিতেছেন, তাহার উপরে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়, এই জন্য আমি তাঁহার যে সকল বিধি ও আজ্ঞা অদ্য তোমাকে আদেশ করিলাম, তাহা পালন করিও।

সোমবার, 20 ডিসেম্বর, 2021

গীত ৭১:৮আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকিবে,
সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করিবে।

রবিবার, 19 ডিসেম্বর, 2021

হিতোপ ১:৭সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ;
অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে।

শনিবার, 18 ডিসেম্বর, 2021

মথি ১০:২৮আর যাহারা শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না; কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাঁহাকেই ভয় কর।

শুক্রবার, 17 ডিসেম্বর, 2021

যিশাইয় ৫৫:৬সদাপ্রভুর অন্বেষণ কর, যাবৎ তাঁহাকে পাওয়া যায়,
তাঁহাকে ডাক, যাবৎ তিনি নিকটে থাকেন।

বৃহষ্পতিবার, 16 ডিসেম্বর, 2021

প্রকাশিত বাক্য ৩:১৯আমি যত লোককে ভালবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও, ও মন ফিরাও।

বুধবার, 15 ডিসেম্বর, 2021

২ পিতর ৩:৯প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন- যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে- কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্তন পর্যন্ত পৌঁছিতে পারে, এই তাঁহার বাসনা।

মঙ্গলবার, 14 ডিসেম্বর, 2021

গীত ১১৯:১১৪তুমি আমার অন্তরাল ও আমার ঢাল;
আমি তোমার বাক্যে প্রত্যাশা রাখি।

সোমবার, 13 ডিসেম্বর, 2021

যোহন ২০:২১তখন যীশু আবার তাঁহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হউক; পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন, তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই।

রবিবার, 12 ডিসেম্বর, 2021

যোহন ৭:১৬যীশু তাঁহাদিগকে উত্তর করিয়া কহিলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহার।

শনিবার, 11 ডিসেম্বর, 2021

হিতোপ ১৮:২হীনবুদ্ধি বিবেচনায় প্রীত হয় না,
কেবল নিজ মনেরই কথা প্রকাশে প্রীত হয়।

শুক্রবার, 10 ডিসেম্বর, 2021

ইব্রীয় ৩:১৪কেননা আমরা খ্রীষ্টের সহভাগী হইয়াছি, যদি আদি হইতে আমাদের নিশ্চয়জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি।

বৃহষ্পতিবার, 9 ডিসেম্বর, 2021

১ বংশাবলি ২৯:১১হে সদাপ্রভু, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই; কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে সকলই তোমার; হে সদাপ্রভু, রাজ্য তোমারই, এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত।

বুধবার, 8 ডিসেম্বর, 2021

গীত ৮২:৩দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর;
দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর।

মঙ্গলবার, 7 ডিসেম্বর, 2021

১ পিতর ৫:৬অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন।

সোমবার, 6 ডিসেম্বর, 2021

রোমীয় ১০:১০কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে, ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে, পরিত্রাণের জন্য।

রবিবার, 5 ডিসেম্বর, 2021

হিতোপ ২৭:১৭লৌহ লৌহকে সতেজ করে,
তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে।

শনিবার, 4 ডিসেম্বর, 2021

২ তীমথিয় ১:৭কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন।

শুক্রবার, 3 ডিসেম্বর, 2021

মথি ২৪:২৬-২৭অতএব লোকে যদি তোমাদিগকে বলে, ‘দেখ, তিনি প্রান্তরে,’ তোমরা বাহিরে যাইও না; ‘দেখ, তিনি অন্তরাগারে,’ তোমরা বিশ্বাস করিও না। কারণ বিদ্যুৎ যেমন পূর্বদিক হইতে নির্গত হইয়া পশ্চিমদিক পর্যন্ত প্রকাশ পায়, তেমনি মনুষ্যপুত্রের আগমন হইবে।

বৃহষ্পতিবার, 2 ডিসেম্বর, 2021

গীত ১১৯:১০৫তোমার বাক্য আমার চরণের প্রদীপ,
আমার পথের আলোক।

বুধবার, 1 ডিসেম্বর, 2021

মথি ২৪:৪২অতএব জাগিয়া থাক, কেননা তোমাদের প্রভু কোন্‌ দিন আসিবেন, তাহা তোমরা জান না।

আজকের জন্য বাইবেল পদ

আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

এই হেতু খ্রীষ্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সঙ্কট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল, তখনই বলবান।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন