DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

জানুয়ারী 2023

মঙ্গলবার, 31 জানুয়ারী, 2023

১ যোহন ২:১৭আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে; কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, সে অনন্তকালস্থায়ী।

সোমবার, 30 জানুয়ারী, 2023

উপ ৪:৯একজন অপেক্ষা দুই জন ভাল, কেননা তাহাদের পরিশ্রমে সুফল হয়।

রবিবার, 29 জানুয়ারী, 2023

রোমীয় ৬:২২কিন্তু এখন পাপ হইতে স্বাধীনীকৃত হইয়া এবং ঈশ্বরের দাস হইয়া তোমরা পবিত্রতার জন্য ফল পাইতেছ, এবং তাহার পরিণাম অনন্ত জীবন।

শনিবার, 28 জানুয়ারী, 2023

রোমীয় ১২:৯প্রেম নিষ্কপট হউক। যাহা মন্দ, তাহা নিতান্তই ঘৃণা কর; যাহা ভাল, তাহাতে আসক্ত হও।

শুক্রবার, 27 জানুয়ারী, 2023

গীত ১৪৭:৩তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন,
তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন।

বৃহষ্পতিবার, 26 জানুয়ারী, 2023

২ করিন্থীয় ৯:৭প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালবাসেন।

বুধবার, 25 জানুয়ারী, 2023

কলসীয় ৩:২৩-২৪যাহা কিছু কর, প্রাণের সহিত কার্য কর, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া কর; কেননা তোমরা জান, প্রভু হইতে তোমরা দায়াধিকাররূপ প্রতিদান পাইবে।

মঙ্গলবার, 24 জানুয়ারী, 2023

যিশাইয় ৪৩:২তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব; যখন নদ-নদীর মধ্য দিয়া গমন করিবে, সেই সকল তোমাকে মগ্ন করিবে না; যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না।

সোমবার, 23 জানুয়ারী, 2023

রোমীয় ১২:৪-৫কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেক যে আমরা, আমরা খ্রীষ্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গপ্রত্যঙ্গ।

রবিবার, 22 জানুয়ারী, 2023

১ করিন্থীয় ৬:১৯-২০অথবা তোমরা কি জান যে, তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাঁহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা ক্রীত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর।

শনিবার, 21 জানুয়ারী, 2023

গীত ৫৯:১৬কিন্তু আমি তোমার বল কীর্তন করিব,
তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব;
কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ,
আমার সঙ্কটের দিনে আশ্রয়।

শুক্রবার, 20 জানুয়ারী, 2023

মথি ১৬:২৫কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে।

বৃহষ্পতিবার, 19 জানুয়ারী, 2023

উপ ১১:১০অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর কর, শরীর হইতে দুঃখ অপসারণ কর, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার।

বুধবার, 18 জানুয়ারী, 2023

মথি ৫:৮ধন্য যাহারা নির্মলান্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে।

মঙ্গলবার, 17 জানুয়ারী, 2023

লূক ১২:৬-৭পাঁচটি চড়াই পাখী কি দুই পয়সায় বিক্রয় হয় না? আর তাহাদের মধ্যে একটিও ঈশ্বরের দৃষ্টিগোচরে গুপ্ত নয়। এমন কি, তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখী হইতে শ্রেষ্ঠ।

সোমবার, 16 জানুয়ারী, 2023

রোমীয় ১৫:৪কারণ পূর্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল, সেই সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই।

রবিবার, 15 জানুয়ারী, 2023

গীত ৩৪:১আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব;
তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে।

শনিবার, 14 জানুয়ারী, 2023

ফিলিপীয় ৪:২০আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগপর্যায়ের যুগে যুগে হউক। আমেন।

শুক্রবার, 13 জানুয়ারী, 2023

যাকোব ৪:২তোমরা অভিলাষ করিতেছ, কিন্তু প্রাপ্ত হও না; তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ, কিন্তু পাইতে পার না; তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাক, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচ্ঞা কর না।

বৃহষ্পতিবার, 12 জানুয়ারী, 2023

হিতোপ ১০:৩২ধার্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে,
কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।

বুধবার, 11 জানুয়ারী, 2023

১ করিন্থীয় ১৫:২১কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারাই মৃতগণের পুনরুত্থান আসিয়াছে।

মঙ্গলবার, 10 জানুয়ারী, 2023

যোহন ১:৫আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না।

সোমবার, 9 জানুয়ারী, 2023

গীত ৩৪:২২সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন;
তাঁহার শরণাগত কেহই দোষীকৃত হইবে না।

রবিবার, 8 জানুয়ারী, 2023

যোহন ১৫:২৬যাঁহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দিব, সত্যের সেই আত্মা, যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আইসেন- যখন সেই সহায় আসিবেন- তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দিবেন।

শনিবার, 7 জানুয়ারী, 2023

ফিলিপীয় ২:১১‘‘এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে” যে, যীশু খ্রীষ্টই প্রভু, এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন।

শুক্রবার, 6 জানুয়ারী, 2023

ইয়োব ২৩:১২তাঁহার ওষ্ঠনির্গত আজ্ঞা হইতে আমি পরাঙ্মুখ হই নাই,
আমার প্রয়োজনীয় যাহা, তদপেক্ষা তাঁহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি।

বৃহষ্পতিবার, 5 জানুয়ারী, 2023

যোহন ৩:৫যীশু উত্তর করিলেন, সত্য সত্য, আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না।

বুধবার, 4 জানুয়ারী, 2023

গালাতীয় ৫:৪তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রীষ্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ।

মঙ্গলবার, 3 জানুয়ারী, 2023

গীত ১০৩:১হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ কর;
হে আমার অন্তরস্থ সকল,
তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।

সোমবার, 2 জানুয়ারী, 2023

মীখা ৭:৭কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব; আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন।

রবিবার, 1 জানুয়ারী, 2023

প্রেরিত্‌ ১৭:৩০ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মনপরিবর্তন করিতে আজ্ঞা দিতেছেন।

আজকের জন্য বাইবেল পদ

আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে; কারণ তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করিবে।

র‌্যানড্ম বাইবেল পদ

দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক;
তুমি ইহাদের তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখ,
তোমার হৃদয়-ফলকে লিখিয়া রাখ।
তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে,
ঈশ্বরের ও মনুষ্যের দৃষ্টিতে পাইবে।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন