রবিবার, 30 সেপ্টেম্বর, 2018
এবং আইস, আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি; এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি যেমন কাহারও কাহারও অভ্যাস বরং পরসপরকে চেতনা দিই; আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই।শনিবার, 29 সেপ্টেম্বর, 2018
এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে, এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।বৃহষ্পতিবার, 27 সেপ্টেম্বর, 2018
আর তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচ্ঞা করিবে, সেই সকলই পাইবে।বুধবার, 26 সেপ্টেম্বর, 2018
মঙ্গলবার, 25 সেপ্টেম্বর, 2018
তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ কর,তাহাতে তোমার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।
সোমবার, 24 সেপ্টেম্বর, 2018
কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি, ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষাসিদ্ধতাকে এবং পরীক্ষাসিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে।রবিবার, 23 সেপ্টেম্বর, 2018
প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ, ও ঈশ্বরের প্রেম, এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হউক।শনিবার, 22 সেপ্টেম্বর, 2018
শুক্রবার, 21 সেপ্টেম্বর, 2018
দেখ, ধন্য সেই ব্যক্তি,যাহাকে ঈশ্বর অনুযোগ করেন,
অতএব তুমি সর্বশক্তিমানের দত্ত শাস্তি তুচ্ছ করিও না।
বৃহষ্পতিবার, 20 সেপ্টেম্বর, 2018
যীশু তাঁহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য।বুধবার, 19 সেপ্টেম্বর, 2018
নিজ মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করিও না;নিজ বিপদকালে ভ্রাতার গৃহে যাইও না;
দূরস্থ ভ্রাতা অপেক্ষা নিকটস্থ প্রতিবাসী ভাল।
মঙ্গলবার, 18 সেপ্টেম্বর, 2018
অতএব তোমরা মন ফিরাও, ও ফির, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়।সোমবার, 17 সেপ্টেম্বর, 2018
দেও, তাহাতে তোমাদিগকেও দেওয়া যাইবে; লোকে প্রচুর পরিমাণে চাপিয়া ঝাঁকাইয়া উপচিয়া পড়িবার মত করিয়া তোমাদের কোলে দিবে; কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ কর, সেই পরিমাণে তোমাদের জন্যও পরিমাণ করা যাইবে।শনিবার, 15 সেপ্টেম্বর, 2018
শুক্রবার, 14 সেপ্টেম্বর, 2018
বুধবার, 12 সেপ্টেম্বর, 2018
মঙ্গলবার, 11 সেপ্টেম্বর, 2018
কেননা আমি তোমাদিগকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন তোমাদিগকে এমন কোন আত্মিক বর প্রদান করি, যাহাতে তোমরা স্থিরীকৃত হও; অর্থাৎ যাহাতে তোমাদের ও আমার, উভয় পক্ষের, আন্তরিক বিশ্বাস দ্বারা তোমাদিগেতে আমি নিজেও সঙ্গে সঙ্গে আশ্বাস পাই।সোমবার, 10 সেপ্টেম্বর, 2018
শুক্রবার, 7 সেপ্টেম্বর, 2018
আমি তোমার উদ্দেশে অঞ্জলি প্রসারণ করিতেছি; সেলাশুষ্ক ভূমির ন্যায় আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষী।
বুধবার, 5 সেপ্টেম্বর, 2018
মঙ্গলবার, 4 সেপ্টেম্বর, 2018
গুণবতী স্ত্রী কে পাইতে পারে?মুক্তা হইতেও তাঁহার মূল্য অনেক অধিক।
সোমবার, 3 সেপ্টেম্বর, 2018
আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাঁহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ।রবিবার, 2 সেপ্টেম্বর, 2018
শনিবার, 1 সেপ্টেম্বর, 2018
আজকের জন্য বাইবেল পদ
তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে,তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ,
তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ।