বুধবার, 31 অক্টোবর, 2018
লৌহ লৌহকে সতেজ করে,তদ্রূপ মনুষ্য আপন মিত্রের মুখ সতেজ করে।
মঙ্গলবার, 30 অক্টোবর, 2018
সোমবার, 29 অক্টোবর, 2018
অতএব তোমরা আমার আজ্ঞা সকল মান্য করিবে, পালন করিবে; আমি সদাপ্রভু।শনিবার, 27 অক্টোবর, 2018
তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ, এমন নয়, কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি; আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে; যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ঞা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন।বুধবার, 24 অক্টোবর, 2018
দ্বিতীয়টি এই, ‘‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।” এই দুই আজ্ঞা হইতে বড় আর কোন আজ্ঞা নাই।মঙ্গলবার, 23 অক্টোবর, 2018
সোমবার, 22 অক্টোবর, 2018
রবিবার, 21 অক্টোবর, 2018
শুক্রবার, 19 অক্টোবর, 2018
বৃহষ্পতিবার, 18 অক্টোবর, 2018
অবনত ভ্রাতা, আপন উন্নতির শ্লাঘা করুক; আর ধনবান আপন অবনতির শ্লাঘা করুক, কেননা সে তৃণপুষ্পের ন্যায় বিগত হইবে।বুধবার, 17 অক্টোবর, 2018
সোমবার, 15 অক্টোবর, 2018
আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন; তিনিই তোমার সহবর্তী থাকিবেন; তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না; ভয় করিও না, নিরাশ হইও না।রবিবার, 14 অক্টোবর, 2018
শুক্রবার, 12 অক্টোবর, 2018
যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন।মঙ্গলবার, 9 অক্টোবর, 2018
এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, ‘কি ভোজন করিব, কি পান করিব’ বলিয়া প্রাণের বিষয়ে, কিম্বা ‘কি পরিব’ বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না; ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়?সোমবার, 8 অক্টোবর, 2018
শনিবার, 6 অক্টোবর, 2018
বৃহষ্পতিবার, 4 অক্টোবর, 2018
মঙ্গলবার, 2 অক্টোবর, 2018
আজকের জন্য বাইবেল পদ
সদাপ্রভুর নাম দৃঢ় দুর্গ;ধার্মিক তাহারই মধ্যে পলাইয়া রক্ষা পায়।