বৃহষ্পতিবার, 31 অক্টোবর, 2019
বুধবার, 30 অক্টোবর, 2019
মঙ্গলবার, 29 অক্টোবর, 2019
সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়,তাহার পথে তিনি প্রীত।
রবিবার, 27 অক্টোবর, 2019
শুক্রবার, 25 অক্টোবর, 2019
আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর,যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি।
বৃহষ্পতিবার, 24 অক্টোবর, 2019
আমাদের ঈশ্বর সদাপ্রভু যেমন আমাদের পিতৃপুরুষদের সহবর্তী ছিলেন, তেমনি আমাদেরও সহবর্তী থাকুন, তিনি আমাদিগকে ত্যাগ না করুন, আমাদিগকে ছাড়িয়া না যাউন।মঙ্গলবার, 22 অক্টোবর, 2019
সোমবার, 21 অক্টোবর, 2019
রবিবার, 20 অক্টোবর, 2019
বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা কহে না;কিন্তু মিথ্যাসাক্ষী অসত্য কথা কহে।
শনিবার, 19 অক্টোবর, 2019
ধন্য সেই ব্যক্তি, যে পরীক্ষা সহ্য করে; কারণ পরীক্ষাসিদ্ধ হইলে পর সে জীবনমুকুট প্রাপ্ত হইবে, তাহা প্রভু তাহাদিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন, যাহারা তাঁহাকে প্রেম করে।শুক্রবার, 18 অক্টোবর, 2019
তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ্নান হইয়া পড়ে,কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে।
বৃহষ্পতিবার, 17 অক্টোবর, 2019
সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক;কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে।
বুধবার, 16 অক্টোবর, 2019
আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে।মঙ্গলবার, 15 অক্টোবর, 2019
সোমবার, 14 অক্টোবর, 2019
তুমি আমাকে নিজ পরিত্রাণ-ঢাল দিয়াছ;তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে,
তোমার কোমলতা আমাকে মহান করিয়াছে।
তুমি আমার নিচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ,
আর আমার গুল্ফ বিচলিত হয় নাই।
রবিবার, 13 অক্টোবর, 2019
ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্রীষ্ট যীশুর অনুরূপে পরস্পর একমনা হও।শনিবার, 12 অক্টোবর, 2019
বৃহষ্পতিবার, 10 অক্টোবর, 2019
কারণ সদাপ্রভু কহেন, আমার সঙ্কল্প সকল ও তোমাদের সঙ্কল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়।বুধবার, 9 অক্টোবর, 2019
মঙ্গলবার, 8 অক্টোবর, 2019
ধার্মিকতার সহিত অল্পও ভাল,তথাপি অন্যায়ের সহিত প্রচুর আয় ভাল নয়।
রবিবার, 6 অক্টোবর, 2019
শুক্রবার, 4 অক্টোবর, 2019
পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু, এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, সমস্তেরই এই বাণী শুনিলাম,‘যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগপর্যায়ের যুগে যুগে বর্তুক।’
বৃহষ্পতিবার, 3 অক্টোবর, 2019
বুধবার, 2 অক্টোবর, 2019
যাহারা তোমার নাম জানে,তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে;
কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।