সোমবার, 30 সেপ্টেম্বর, 2019
রবিবার, 29 সেপ্টেম্বর, 2019
বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই;কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।
শনিবার, 28 সেপ্টেম্বর, 2019
শুক্রবার, 27 সেপ্টেম্বর, 2019
আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক।বৃহষ্পতিবার, 26 সেপ্টেম্বর, 2019
তব বাক্যসমূহের বিকাশ আলোক প্রদান করে,তাহা অমায়িকদিগকে বুদ্ধিমান করে।
মঙ্গলবার, 24 সেপ্টেম্বর, 2019
সোমবার, 23 সেপ্টেম্বর, 2019
সদাপ্রভু, তোমার করুণা ও দয়া স্মরণ কর,কেননা উভয়ই অনাদি।
আমার যৌবনের পাপ ও আমার অধর্ম সকল স্মরণ করিও না,
সদাপ্রভু, তোমার মঙ্গলভাবের অনুরোধে,
তোমার দয়ানুসারে আমাকে স্মরণ কর।
শনিবার, 21 সেপ্টেম্বর, 2019
বৃহষ্পতিবার, 19 সেপ্টেম্বর, 2019
বুধবার, 18 সেপ্টেম্বর, 2019
মঙ্গলবার, 17 সেপ্টেম্বর, 2019
আমি সদাপ্রভুকে প্রেম করি,কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি।
তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন,
তজ্জন্য আমি যাবজ্জীবন তাঁহাকে ডাকিব।
সোমবার, 16 সেপ্টেম্বর, 2019
কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন।রবিবার, 15 সেপ্টেম্বর, 2019
শনিবার, 14 সেপ্টেম্বর, 2019
সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ,আমি কাহা হইতে ভীত হইব?
সদাপ্রভু আমার জীবন-দুর্গ,
আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?
শুক্রবার, 13 সেপ্টেম্বর, 2019
বৃহষ্পতিবার, 12 সেপ্টেম্বর, 2019
কেননা যদি আগ্রহ থাকে, তবে যাহার যাহা আছে, তদনুসারে তাহা গ্রাহ্য হয়; যাহার যাহা নাই, তদনুসারে নয়।বুধবার, 11 সেপ্টেম্বর, 2019
মঙ্গলবার, 10 সেপ্টেম্বর, 2019
সোমবার, 9 সেপ্টেম্বর, 2019
রবিবার, 8 সেপ্টেম্বর, 2019
শনিবার, 7 সেপ্টেম্বর, 2019
বুধবার, 4 সেপ্টেম্বর, 2019
কেননা তোমরা সকলে, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস দ্বারা, ঈশ্বরের পুত্র হইয়াছ; কারণ তোমরা যত লোক খ্রীষ্টের উদ্দেশে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রীষ্টকে পরিধান করিয়াছ।মঙ্গলবার, 3 সেপ্টেম্বর, 2019
আহা, সর্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে।সোমবার, 2 সেপ্টেম্বর, 2019
রবিবার, 1 সেপ্টেম্বর, 2019
আজকের জন্য বাইবেল পদ
তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ;সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ;
তিনি নিজ শরণাগত সকলের ঢাল।