DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আর্কাইভ (সেপ্টেম্বর 2022)

শুক্রবার, 30 সেপ্টেম্বর, 2022

যোহন ১০:১০চোর আইসে, কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে; আমি আসিয়াছি, যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়।

বৃহষ্পতিবার, 29 সেপ্টেম্বর, 2022

উপ ৩:১১তিনি সকলই যথাকালে মনোহর করিয়াছেন, আবার তাহাদের হৃদয়মধ্যে চিরকাল রাখিয়াছেন; তথাপি ঈশ্বর আদি অবধি শেষ পর্যন্ত যে সকল কার্য করেন, মনুষ্য তাহার তত্ত্ব বাহির করিতে পারে না।

বুধবার, 28 সেপ্টেম্বর, 2022

গীত ১:১ধন্য সেই ব্যক্তি,
যে দুষ্টদের মন্ত্রণায় চলে না,
পাপীদের পথে দাঁড়ায় না,
নিন্দুকদের সভায় বসে না।

মঙ্গলবার, 27 সেপ্টেম্বর, 2022

১ তীমথিয় ৫:৩যাহারা প্রকৃত বিধবা, সেই বিধবাদিগকে সমাদর কর।

সোমবার, 26 সেপ্টেম্বর, 2022

২ তীমথিয় ৪:২তুমি বাক্য প্রচার কর, সময়ে অসময়ে কার্যে অনুরক্ত হও, সম্পূর্ণ সহিষ্ণুতা ও শিক্ষাদান-পূর্বক অনুযোগ কর, ভর্ৎসনা কর, চেতনা দেও।

রবিবার, 25 সেপ্টেম্বর, 2022

হিতোপ ১২:১যে শাসন ভালবাসে, সে জ্ঞান ভালবাসে;
কিন্তু যে অনুযোগ ঘৃণা করে, সে পশুবৎ!

শনিবার, 24 সেপ্টেম্বর, 2022

যিহিষ্কেল ১৮:৩০তোমরা ফির, আপনাদের কৃত সমস্ত অধর্ম হইতে মন ফিরাও, তাহাতে তাহা তোমাদের অপরাধজনক বিঘ্ন হইবে না।

শুক্রবার, 23 সেপ্টেম্বর, 2022

লূক ১৫:১০তদ্রূপ, আমি তোমাদিগকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়।

বৃহষ্পতিবার, 22 সেপ্টেম্বর, 2022

গীত ১১৯:৪৫আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করিব,
কেননা আমি তোমার নিদেশ সকলের অন্বেষণ করিয়াছি।

বুধবার, 21 সেপ্টেম্বর, 2022

আমোষ ৫:৪কারণ সদাপ্রভু ইস্রায়েল-কুলকে এই কথা কহেন, তোমরা আমার অন্বেষণ কর, তাহাতে বাঁচিবে।

মঙ্গলবার, 20 সেপ্টেম্বর, 2022

ইফিষীয় ১:৭যাঁহাতে আমরা তাঁহার রক্ত দ্বারা মুক্তি, অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি; ইহা তাঁহার সেই অনুগ্রহ-ধন অনুসারে হইয়াছে।

সোমবার, 19 সেপ্টেম্বর, 2022

হিতোপ ১০:১৮যে দ্বেষ ঢাকিয়া রাখে,তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী;
আর যে পরীবাদ রটায়, সে হীনবুদ্ধি।

রবিবার, 18 সেপ্টেম্বর, 2022

রোমীয় ৮:৩১এই সকল বিষয়ে আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?

শনিবার, 17 সেপ্টেম্বর, 2022

১ যোহন ৪:১৬আর ঈশ্বরের যে প্রেম আমাদের মধ্যে আছে, তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি। ঈশ্বর প্রেম; আর প্রেমে যে থাকে, সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন।

শুক্রবার, 16 সেপ্টেম্বর, 2022

গীত ৫১:১০হে ঈশ্বর, আমাতে বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি কর,
আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দেও।

বৃহষ্পতিবার, 15 সেপ্টেম্বর, 2022

প্রকাশিত বাক্য ৩:২০দেখ, আমি দ্বারে দাঁড়াইয়া আছি, ও আঘাত করিতেছি; কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব, ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে।

বুধবার, 14 সেপ্টেম্বর, 2022

রোমীয় ১১:৩৬যেহেতু সকলই তাঁহা হইতে ও তাঁহার দ্বারা ও তাঁহার নিমিত্ত। যুগে যুগে তাঁহারই গৌরব হউক। আমেন।

মঙ্গলবার, 13 সেপ্টেম্বর, 2022

মথি ৫:১০ধন্য যাহারা ধার্মিকতার জন্য তাড়িত হইয়াছে, কারণ স্বর্গ-রাজ্য তাহাদেরই।

সোমবার, 12 সেপ্টেম্বর, 2022

ফিলিপীয় ৪:১১এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না, কেননা আমি যে অবস্থায় থাকি, তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি।

রবিবার, 11 সেপ্টেম্বর, 2022

ফিলিপীয় ৪:৮অবশেষে, হে ভ্রাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোন সদ্‌গুণ ও যে কোন কীর্তি হউক, সেই সকল আলোচনা কর।

শনিবার, 10 সেপ্টেম্বর, 2022

গীত ৬৬:১০কেননা, হে ঈশ্বর, তুমি আমাদের পরীক্ষা করিয়াছ,
রৌপ্য পোড় দিবার ন্যায় আমাদিগকে পোড় দিয়াছ।

শুক্রবার, 9 সেপ্টেম্বর, 2022

রোমীয় ১০:১১কেননা শাস্ত্রে বলে, ‘‘যে কেহ তাঁহার উপরে বিশ্বাস করে, সে লজ্জিত হইবে না।”

বৃহষ্পতিবার, 8 সেপ্টেম্বর, 2022

উপ ৫:১৫সে মাতৃগর্ভ হইতে উলঙ্গ আইসে; যেমন আইসে তেমনি উলঙ্গই পুনরায় চলিয়া যায়; পরিশ্রম করিলেও সে যাহা সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে, এমন কিছুই নাই।

বুধবার, 7 সেপ্টেম্বর, 2022

গীত ১৩০:৫আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি;
আমার প্রাণ অপেক্ষা করিতেছে;
আমি তাঁহার বাক্যে প্রত্যাশা করিতেছি।

মঙ্গলবার, 6 সেপ্টেম্বর, 2022

লূক ৬:৩০যে কেহ তোমার কাছে যাচ্ঞা করে, তাহাকে দিও; এবং যে তোমার দ্রব্য তুলিয়া লয়, তাহার কাছে তাহা আর চাহিও না।

সোমবার, 5 সেপ্টেম্বর, 2022

রোমীয় ৫:৫আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে।

রবিবার, 4 সেপ্টেম্বর, 2022

হিতোপ ১০:১জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক,
কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক।

শনিবার, 3 সেপ্টেম্বর, 2022

দ্বিতীয় বিবরণ ৬:২৫আর আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তাঁহার সম্মুখে এই সমস্ত বিধি যত্নপূর্বক পালন করিলে আমাদের ধার্মিকতা হইবে।

শুক্রবার, 2 সেপ্টেম্বর, 2022

মথি ৬:১৫কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না কর, তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না।

বৃহষ্পতিবার, 1 সেপ্টেম্বর, 2022

গীত ২৫:৪সদাপ্রভু, তোমার পথ সকল আমাকে জ্ঞাত কর;
তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দেও।

আজকের জন্য বাইবেল পদ

সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘসহিষ্ণুতা সহকারে চল।

দৈনিক বাইবেল পদ গ্রহণ করুন:

প্রতিদিনের নোটিফিকেশনইমেইলFacebookAndroid-appআপনার ওয়েবসাইটে

র‌্যানড্ম বাইবেল পদ

কারণ তাহারা পড়িলে একজন আপন সঙ্গীকে উঠাইতে পারে; কিন্তু ধিক্‌ তাহাকে, যে একাকী, কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে, এমন দোসর কেহই নাই।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন